ঢাকা, বুধবার, ১ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে অগ্নিদগ্ধ ৮

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২২, সেপ্টেম্বর ১৬, ২০২৫
সীতাকুণ্ডে শিপইয়ার্ডে অগ্নিদগ্ধ ৮

চট্টগ্রাম: সীতাকুণ্ডের বারআউলিয়া এলাকায় জিরি সুবেদার শিপ রিসাইক্লিং ইয়ার্ডে আট শ্রমিক অগ্নিদগ্ধ হয়েছেন।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- দুলাল হোসেন, হাফিজুর রহমান, আনোয়ার হোসেন, মুক্তার শেখ, সহিদুর রহমান, মো. ফারুক, দুলাল হোসেন ও হানিফ আলী।

চট্টগ্রাম শিল্প পুলিশের পুলিশ সুপার আবদুল্লাহ আল মাহমুদ বাংলানিউজকে জানান, আহতদের মধ্যে তিনজনকে সাগরিকা গ্রিন হাসপাতালে এবং পাঁচজনকে নগরের মেহেদিবাগের ন্যাশনাল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 
আহতদের মধ্যে ২ জনের শরীরের প্রায় ২৫ শতাংশ এবং ৫ জনের কমবেশি ১০ শতাংশ দগ্ধ হয়েছে।

পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে জানিয়ে পুলিশ সুপার আবদুল্লাহ আল মাহমুদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দাহ্য তরল পদার্থ থেকে আগুনের সূত্রপাত হয়েছে।  

এআর/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।