ঢাকা, মঙ্গলবার, ১ আশ্বিন ১৪৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

একাত্তরকে অস্বীকার করলে দেশে রাজনীতির অধিকার নেই: সরওয়ার আলমগীর

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:১৩, সেপ্টেম্বর ১৬, ২০২৫
একাত্তরকে অস্বীকার করলে দেশে রাজনীতির অধিকার নেই: সরওয়ার আলমগীর

চট্টগ্রাম: উত্তর জেলা বিএনপি'র সাবেক যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর বলেছেন, দেশ একবারই স্বাধীন হয়। বাংলাদেশও স্বাধীন হয়েছে একবার ১৯৭১ সালে।

৭১-কে যারা স্বীকার করে না, বাংলাদেশে তাদের রাজনীতি করার অধিকার নেই।  

সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে ফটিকছড়ির নাজিরহাটে তৃণমূলের উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক। চট্টগ্রাম থেকেই তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন।  
সরওয়ার আলমগীর বলেন, ধানের শীষের জোয়ার দেখে একটি গোষ্ঠীর মাথা খারাপ হয়ে গেছে। গোষ্ঠীটি পিআর এর নামে নির্বাচন বানচাল করতে চায়। কিন্তু দেশের মানুষ সচেতন। তাদের সে আশা পূরণ হতে দেবে না। যারা নির্বাচনকে ভয় পায় তারাই পিআর এর কথা বলছে।  

 নাজিরহাট পৌরসভা বিএনপির নেতা বশির উদ্দিন এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন ফটিকছড়ি পৌরসভা বিএনপি'র আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চন, বীর মুক্তিযোদ্ধা মাহাবুব আলম, নূর ইসলাম মেম্বার, ফরিদ কোম্পানি, নাছির উদ্দিন, আবু আজম তালুকদার, খালেদ মাহমুদ বাবুল, আলোউদিন চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এস এম মুনসুর। বক্তব্য রাখেন জালাল উদ্দিন চৌধুরী, শহীদুল আলম, গাজী আমান উল্লাহ, সাইফুল হায়দার রাসেল, হাছান কবির বাবর, হাসানুল কবির, মোজাহারুল ইকবাল লাভলু, কামরুল অপু, মো. এনাম, একরাম, আরমান উদ্দিন, রুবেল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মহিন উদ্দিন, শ্রমিক দল নেতা মো. ওসমান, সাদ্দাম তালুকদার, মামুন প্রমুখ।

পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।