ঢাকা, সোমবার, ৩১ ভাদ্র ১৪৩২, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ২২ রবিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

চমেক হাসপাতালে একসঙ্গে ৪ শিশুর জন্ম

নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩১, সেপ্টেম্বর ১৫, ২০২৫
চমেক হাসপাতালে একসঙ্গে ৪ শিশুর জন্ম ...

চট্টগ্রাম: চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে একসঙ্গে জন্ম হয়েছে ৪ শিশুর। এদের মধ্যে ২ জন ছেলে ও ২ জন কন্যাশিশু।

সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে এই শিশুদের জন্ম হয় বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

অপারেশনে নেতৃত্ব দেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক, রিপ্রোডাক্টিভ এন্ডোক্রাইনোলজি ও ইনফার্টিলিটি ইউনিট প্রধান ডা. তাসলিমা বেগম।

তিনি বাংলানিউজকে বলেন, এটা কোয়াড্রাপলেট প্রেগন্যান্সি। একজন মা একই সময়ে চারটি শিশু গর্ভধারণ করেন এবং নানান জটিলতা পেরিয়ে সন্তান জন্ম দেন। প্লাসেন্টা ছিল কোয়াড্রিকোরিওনিক ও কোয়াড্রিএমনিওটিক। শিশুদের ওজন কম। তবে মা ও সন্তান সবাই সুস্থ আছে।

শিশুদের মধ্যে একজনের ওজন ১.৪ কেজি, আরেকজনের ১.৩ কেজি এবং ২ জনের ১.২ কেজি করে পাওয়া গেছে। সাধারণত সুস্থ নবজাতকের স্বাভাবিক ওজন ২.৮ থেকে ২.৯ কেজি হয়।  

গত দুই মাস ধরে ওই নারী চমেক হাসপাতালে ভর্তি ছিলেন। তবে তার নাম জানাতে অপারগতা প্রকাশ করেন ডা. তাসলিমা বেগম। শিশুদের হাসপাতালের এনআইসিইউতে রাখা হয়েছে বলে জানান তিনি।

এর আগে গত ২৭ এপ্রিল চমেক হাসপাতালে তিন কন্যা ও দুই ছেলে সন্তান জন্ম দেন ফেনীর গৃহবধূ নাহিদা আক্তার রিক্তা। ১০ মে নগরের বেসরকারি ন্যাশনাল হসপিটালে ৬ সন্তান জন্ম দেন কক্সবাজারের গৃহবধূ মরিয়ম। এদের মধ্যে পাঁচটি কন্যা ও একটি ছেলে সন্তান।  

এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।