চট্টগ্রাম: নগরের ব্যস্ততম আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় সন্ধ্যা ৬টার আগে কোনো হকার ব্যবসা চালাতে পারবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন।
সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে আগ্রাবাদ বাণিজ্যিক এলাকা পরিদর্শনকালে মেয়র এ নির্দেশনা দেন।
মেয়র বলেন, আগ্রাবাদ একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা।
তিনি বলেন, এখানে কোনো স্থায়ী স্ট্রাকচারে ফুটপাত বা সড়কে দোকান বসানো যাবে না। চাইলে চাকাযুক্ত গাড়ি নিয়ে ব্যবসা করা যাবে, কিন্তু অবৈধভাবে রাস্তা-ফুটপাথ দখল করে স্থায়ী অবকাঠামো বা অস্থায়ী কংক্রিট ঘর নির্মাণ আমরা সহ্য করব না। প্রয়োজনে আমরা সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে বসে ব্যবসা-জায়গাগুলো নানাভাবে সুন্দর ও সুশৃঙ্খলভাবে সাজানোর উদ্যোগ নেব।
আমাদের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেটরা নিয়মিতভাবে বিষয়টি পর্যবেক্ষণ করবেন। পুলিশ ও ট্রাফিক বিভাগের সদস্যরাও নিয়মিত তদারকি করবেন। আমাদের অভিযান আজকের জন্য নয়—এটি চলমান থাকবে এবং আমরা যা প্রতিশ্রুতি দিয়েছি তা বাস্তবায়ন করব।
এ সময় উপস্থিত ছিলেন স্পেশাল ম্যাজিস্ট্রেট মো. সোয়েব উদ্দিন খান, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা রক্তিম চৌধুরী, অভিষেক দাশ, মেয়রের একান্ত সহকারী মারুফুল হক চৌধুরী (মারুফ) প্রমুখ।
এআর/পিডি/টিসি