ঢাকা, রবিবার, ৩০ ভাদ্র ১৪৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১ রবিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

নির্বাচন বানচালের ষড়যন্ত্র মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকতে হবে: সরওয়ার আলমগীর

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২০, সেপ্টেম্বর ১৪, ২০২৫
নির্বাচন বানচালের ষড়যন্ত্র মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকতে হবে: সরওয়ার আলমগীর

চট্টগ্রাম: উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর বলেছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যকার লন্ডন বৈঠকের পর নির্বাচনী টানেলে বাংলাদেশ চলে গিয়েছে। এরপর থেকে একটি গোষ্ঠী নির্বাচন বানচালের জন্য ষড়যন্ত্র করছে।

তাই সব ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশবাসীকে ঐক্যবদ্ধ থেকে সজাগ থাকতে হবে। ফেব্রুয়ারির নির্বাচনে ভোটের মাধ্যমে সব ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দিতে হবে।

রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেলে ফটিকছড়ির ধর্মপুরের আজাদীবাজারসহ বিভিন্ন এলাকায় ৩১ দফার লিফলেট বিতরণকালে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আগামীর বাংলাদেশ হবে তারেক রহমানের ৩১ দফার বাংলাদেশ, সেই লক্ষ্যে ৩১ দফার লিফলেট বিতরণ করছি।

চাঁদাবাজির প্রসঙ্গে সরওয়ার আলমগীর বলেন, বিএনপির নাম ভাঙিয়ে কেউ যদি চাঁদাবাজি করে তাহলে আমাকে জানাবেন, আমি নিজেই বাদী হয়ে মামলা করবো

এ সময় উপস্থিত জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দিন শাহীন, জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ জয়নাল আবেদীন, উপজেলা বিএনপি'র সদস্য এস এম ইউসুফ, মো. হাসেম, মো. মহসিন, আবদুল মন্নান চৌধুরী, মো. ইউসুফ, মো. সেলিম, মো. ওসমান, নাজিম উদ্দিন, ডা. রফিকুল আলম,মো.পেয়ারু,   নাছির উদ্দীন, মো. ইব্রাহিম, সাইফুল হায়দার রাসেল, মোজাহারুল ইকবাল লাভলু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মহিন উদ্দিন, আফাজ উদ্দিন, মো. টিপু, মো. হাছান, মো. সুজন, নূরুদ্দীন, মো. রিয়াজ, মো. শাহাদাত, মো. কায়ছার, মো. মাসুম প্রমুখ।

পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।