ঢাকা, রবিবার, ৩০ ভাদ্র ১৪৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১ রবিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

চাকসু নির্বাচন: প্রথম দিন মনোনয়ন ফরম নিলেন ৭ ভিপি প্রার্থী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২৪, সেপ্টেম্বর ১৪, ২০২৫
চাকসু নির্বাচন: প্রথম দিন মনোনয়ন ফরম নিলেন ৭ ভিপি প্রার্থী

চট্টগ্রাম: চট্টগ্রাম কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে মনোনয়ন ফরম বিতরণের প্রথম দিন মনোনয়ন ফরম নিয়েছেন ৭ ভিপি প্রার্থী সহ ২৬ জন।  

রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে তিনটায় এ তথ্য জানান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন।

তিনি বাংলানিউজকে জানান, আজ মনোনয়ন ফরম সংগ্রহের প্রথম দিন ছিল। প্রথমদিনে কেন্দ্রীয় ছাত্র সংসদে মোট ২৬ জন এবং হল সংসদ পদে ২ জন প্রার্থী ফরম সংগ্রহ করেছেন।

২৬ জনের মধ্যে ভিপি পদে ৭ জন, জিএস এবং এজিএস পদে ২ জন করে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এখন পর্যন্ত সুষ্ঠু পরিবেশ বজায় রয়েছে। আশা করছি সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে পারবো।

নির্বাচনের মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রম চলবে আগামী ১৭ সেপ্টেম্বর পর্যন্ত। গত ২৮ আগস্ট ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২১ সেপ্টেম্বর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। ২৫ সেপ্টেম্বর প্রকাশিত হবে চূড়ান্ত তালিকা। আর ভোটগ্রহণ হবে ১২ অক্টোবর।  চাকসু নির্বাচনে মোট ভোটার ২৭ হাজার ৬৩৭ জন।

এমআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।