ঢাকা, রবিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১ রবিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৪

স্টাফ করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১৭, সেপ্টেম্বর ১৩, ২০২৫
চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৪

চট্টগ্রাম: নগরের পাঁচলাইশে থানার হামজারবাগ এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। এ ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করেছে নগরের পাঁচলাইশ থানা পুলিশ।

 

শনিবার (১৩ সেপ্টেম্বর) নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।  

গ্রেপ্তারকৃতরা হলেন, আবু মুসা, শাকিব আলম, রায়হান উদ্দিন ও মো. আরিফ ।

এর আগে শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে হামজারবাগ সঙ্গীতের মোড় এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়েছিল।  

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকাল ৭টা ২০ মিনিটে হামজারবাগের সঙ্গীত মোড় এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একটি ঝটিকা মিছিল বের হয়। এতে নেতৃত্ব দেন চকবাজার ১৬ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ইভান। পরে তারা ছত্রভঙ্গ হয়ে যায়।  

পাঁচলাইশ থানার ওসি মোহাম্মদ সুলাইমান জানান, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলের খবর পেয়ে পাঁচলাইশ থানা পুলিশ অভিযান চালায়। এসময় ঘটনাস্থল থেকে একটি সাদা রঙের হাইস আটক করে। এসময় গাড়ির চালক আবু মুসা ও হেলপার সাকিব আলমকে গ্রেপ্তার করা হয়।  

তিনি আরও জানান, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলে অংশ নিতে চকরিয়া থেকে ভাড়া করে চট্টগ্রাম শহরে আসে বলে জিজ্ঞাসাবাদে তারা পুলিশকে জানায়। মিছিল শেষে ছবি তুলে পুনরায় চকরিয়ায় ফেরত যাওয়ার পরিকল্পনা ছিল তাদের। পরে আটক দুইজনের তথ্যের ভিত্তিতে নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরও ২ জনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার ৪ জনসহ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে নগরের পাঁচলাইশথানায় সন্ত্রাসবিরোধী আইনের বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।