ঢাকা, শনিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০ রবিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

ভায়োলিনিস্ট চট্টগ্রাম’র বেহালাসন্ধ্যা 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১৪, সেপ্টেম্বর ১৩, ২০২৫
ভায়োলিনিস্ট চট্টগ্রাম’র বেহালাসন্ধ্যা  ...

চট্টগ্রাম: সুরের মূর্ছনায় সংগীতকে অন্যমাত্রা দেওয়া যন্ত্রের নাম বেহালা। সেই বেহালা নিয়ে বন্দরনগরী চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে অন্যরকম সংগীতসন্ধ্যা।

 

সংগঠনের ১৫ বছর পূর্তি উপলক্ষে থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে শুক্রবার (১২ সেপ্টেম্বর) এই সংগীত সন্ধ্যার আয়োজন করে চট্টগ্রামের বেহালা বাদকদের সংগঠন ভায়োলিনিস্ট’স চট্টগ্রাম।

অনুষ্ঠান উদ্বোধন হয় ভায়োলিনিস্ট’স চট্টগ্রাম’র শিল্পীদের বেহালায় ইমন রাগে সমবেত বৃন্দবাদনের মধ্য দিয়ে।

সংগঠনের পরিচালক প্রিয়তোষ বড়ুয়ার নির্দেশনায় বেহালায় সমবেত বৃন্দবাদন ও একক বাদনে অংশ নেন ডা. তন্ময় সরকার, কমল কৃষ্ণ দাস, দিলীপ কুমার চক্রবর্তী, তাসলিম হুমাইরা শশী, তুষিত দেবজিৎ বড়ুয়া, উমা সেনগুপ্তা, আয়ুষী দে, পৃথা রায়, শীর্ষদ্বীপ বিশ্বাস, লাবণ্য সরকার, অদ্বিতীয়া দেব, অনিন্দিতা দেব, অন্বেষা বণিক, সৌম্যদ্বীপ্ত বিশ্বাস, শ্রীপর্ণ শুভ্র রায়, প্রণমিতা ধর, অর্চি দাশ ঐশী।  

প্রবীর পালের সঞ্চালনায় অনুষ্ঠানে কন্ঠে ছিলেন হেপী দে। বেহালাবাদনের সাথে বাঁশি, তবলা, কী-বোর্ড ও অক্টোপ্যাডে সহযোগিতা করেন জগন্ময় সিকদার অর্ণব, দেবাশীষ দাশ, সৈকত নন্দী ও সালাউদ্দিন মো. রুবাইয়েদ।  

অনুষ্ঠানে বংশীবাদনে অবদানের জন্য রনধীর দাশকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগীত শিল্পী ও নীড অ্যাপারেল লিমিটেড এর চেয়ারম্যান রিয়াজ ওয়ারেজ, আলোচক হিসেবে অংশ নেন সংগীত ভবনের অধ্যক্ষ কাবেরী সেনগুপ্তা ও সুপার গ্রুপের সিনিয়র ম্যানেজার সুব্রত দেব।

এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।