চট্টগ্রাম: সুরের মূর্ছনায় সংগীতকে অন্যমাত্রা দেওয়া যন্ত্রের নাম বেহালা। সেই বেহালা নিয়ে বন্দরনগরী চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে অন্যরকম সংগীতসন্ধ্যা।
সংগঠনের ১৫ বছর পূর্তি উপলক্ষে থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে শুক্রবার (১২ সেপ্টেম্বর) এই সংগীত সন্ধ্যার আয়োজন করে চট্টগ্রামের বেহালা বাদকদের সংগঠন ভায়োলিনিস্ট’স চট্টগ্রাম।
অনুষ্ঠান উদ্বোধন হয় ভায়োলিনিস্ট’স চট্টগ্রাম’র শিল্পীদের বেহালায় ইমন রাগে সমবেত বৃন্দবাদনের মধ্য দিয়ে।
প্রবীর পালের সঞ্চালনায় অনুষ্ঠানে কন্ঠে ছিলেন হেপী দে। বেহালাবাদনের সাথে বাঁশি, তবলা, কী-বোর্ড ও অক্টোপ্যাডে সহযোগিতা করেন জগন্ময় সিকদার অর্ণব, দেবাশীষ দাশ, সৈকত নন্দী ও সালাউদ্দিন মো. রুবাইয়েদ।
অনুষ্ঠানে বংশীবাদনে অবদানের জন্য রনধীর দাশকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগীত শিল্পী ও নীড অ্যাপারেল লিমিটেড এর চেয়ারম্যান রিয়াজ ওয়ারেজ, আলোচক হিসেবে অংশ নেন সংগীত ভবনের অধ্যক্ষ কাবেরী সেনগুপ্তা ও সুপার গ্রুপের সিনিয়র ম্যানেজার সুব্রত দেব।
এমআর/টিসি