চট্টগ্রাম: বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য ইসরাফিল খসরু বলেছেন, বাংলাদেশের আগামীর কান্ডারী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্বে রাষ্ট্র পরিচালনার যে ৩১ দফা দেওয়া হয়েছে তা শুধু দলের জন্য নয়, বরং একটি পূর্ণাঙ্গ সফল রাষ্ট্র গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ৩১ দফা বাস্তবায়ন করা হলে বাংলাদেশ শিক্ষা, শিল্প ও খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠবে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে নগরের আমবাগান টাইগারপাস বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ ফোরাম আয়োজিত ৩১ দফার গুরুত্ব ও গুণীজন এবং কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে এসব কথা বলেন।
ইসরাফিল খসরু বলেন, ভারপ্রাপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিগত ১৬ বছর ফ্যাসিবাদ পতনের আন্দোলনের পাশাপাশি রাষ্ট্র কাঠামো পরিচালনার রূপরেখাও দিয়েছেন। যেটি ২০২৩ সালের দেয়া রাষ্ট্র সংস্কারের ৩১ দফা হিসেবে পরিচিত। সেই দফা অনুযায়ী আমরা দুর্নীতিতে জিরো টলারেন্স নীতি ফলো করে দেশে শিক্ষার হার বৃদ্ধি করতে সচেষ্ট থাকব।
অতিরিক্ত পিপি অ্যাডভোকেট আকবর আলী সানজিদ ও অ্যাডভোকেট হারুনুর রশীদ রাজুর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সাইয়েন্সেস বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ লুৎফুর রহমান, ওয়ান হেলথ ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. আহসানুল হক, পোর্ট সিটি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ওবায়দুর রহমান, পাহাড়তলী কলেজের অধ্যক্ষ শ্যামল কান্তি মজুমদার। অন্যন্যদের মাঝে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম ভেটরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সাইয়েন্সেস বিশ্ববিদ্যালয় অধ্যাপক ড. এ কে এম সাইফুদ্দিন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের পরিচালক ডা. এ কে এম আশরাফুল করিম, ইউএসটিসি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের রেজিষ্ট্রার ডা. মো. শহীদ, ডা. মীর ওয়াজেদ আলী, ডা. সৌমেন তালুকদার পাহাড়তলী কলেজের সহকারী অধ্যাপক মো. হানিফ, প্রভাষক আরজিতা রওজাত বানু, নুসরাত ফাতেমা, মিজানুর রহমান চৌধুরী, টাইগারপাস বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজদীক মামুন, রেলওয়ে এমপ্লীয়েজ গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক মো. জাকের, টিকেট প্রিন্টিং প্রেস কলোনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শিরীন, ওয়ার্লেস ঝাউতলা কলোনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নিজাম উদ্দীন ও রেলওয়ে সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেবেকা সুলতানা প্রমুখ।
এমআই/টিসি