চট্টগ্রাম: মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার এক সপ্তাহ পর মারা গেছেন যুবদল নেতা শাখাওয়াত হোসেন রিপন (৪২)।
মীরসরাই উপজেলার মঘাদিয়া ইউনিয়নের কাজিরতালুক গ্রামের আবুল কালামের ছেলে রিপন মঘাদিয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ছিলেন।
রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
জানা গেছে, গত ৮ সেপ্টেম্বর রাত ৯টার দিকে মীরসরাই ইকোনমিক জোন এলাকায় রিপনের মোটরসাইকেলে একটি ট্রাক পেছন দিক থেকে ধাক্কা দেয়।
মঘাদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হেলাল উদ্দিন বাংলানিউজকে বলেন, রিপন সড়ক দুর্ঘটনায় মাথা, বুক ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পেয়েছিলেন। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে সাতদিন চিকিৎসাধীন থাকার পর রোববার সকালে মৃত্যুবরণ করেন।
বিই/টিসি