চট্টগ্রাম: প্রতিবন্ধী শিক্ষার্থীদেরপরিচালিত সংগঠন ডিজঅ্যাবল্ড স্টুডেন্টস সোসাইটি ফর চিটাগং ইউনিভার্সিটির (ডিসকো) ২০২৫-২৬ কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১টায় ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার চবির সহকারী প্রক্টর নুরুল হামিদ কানন।
এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২০১৯-২০ শিক্ষাবর্ষের ইতিহাস বিভাগের শিক্ষার্থী আরাফাতুল ইসলাম সভাপতি এবং ২০২০-২১ শিক্ষাবর্ষের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ সোহেল রানা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। যুগ্ম-সাধারণ সম্পাদক ২০২১-২২ শিক্ষাবর্ষের মোহাম্মদ রাহি. জি. চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ২০২২-২৩ শিক্ষাবর্ষের মো. তুষার, অর্থ সম্পাদক ২০২১-২২ শিক্ষাবর্ষের মোহাম্মদ আবিদুর রহমান, ছাত্রী সম্পাদিকা ২০২১-২২ শিক্ষাবর্ষের মেহেরুন্নেসা পায়েল নির্বাচিত হয়েছেন।
মোহাম্মদ সোহেল রানা বাংলানিউজকে জানান, আগামী ১৮ সেপ্টেম্বর নির্বাচন হওয়ার কথা থাকলেও ১৩ ও ১৪ সেপ্টেম্বর মনোনয়ন ফরম সংগ্রহের তারিখ ছিল। জমা দেওয়ার শেষ তারিখ ছিল ১৪ সেপ্টেম্বর। কোনো পদে প্রতিদ্বন্দ্বী না থাকায় একদিন সময় বাড়ানো হয় (১৬ সেপ্টেম্বর দুপুর ১২টা পর্যন্ত)। কিন্তু প্রতিদ্বন্দ্বী না আসায় মঙ্গলবার বেলা ১টায় ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার।
এমআই/টিসি