চট্টগ্রাম: নগরের কোতোয়ালী থানা এলাকার পাথরঘাটায় চলছে তিনদিনব্যাপী শারদ মেলা। ‘আবির্ভাব-দ্য সেলার টিম’ আয়োজিত এবারের মেলার টাইটেল ‘আলোর বেণু’।
বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে ক্যাথলিক ক্লাবে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে।
এর আগে সকাল সাড়ে ১০টায় নারী উদ্যোক্তাদের নিয়ে র্যালি বের করা হয়।
এবারের মেলায় ৫১টি স্টল বসানো হয়েছে। এর মধ্যে নারী উদ্যোক্তারা শাড়ি, থ্রি-পিস, কুর্তি, টু-পিস, জুয়ালারি, হ্যান্ড ক্রাফটসহ বাহারি পণ্যের পসরা সাজিয়েছেন। মেলা শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাত ১১টা পর্যন্ত চলবে।
শারদ মেলার উদ্যোক্তা তন্ময় সেন, মারলিন ফ্লোরি ডাইস, লিপন বসাক জানান, দুর্গাপূজা উপলক্ষে আমাদের এই আয়োজন। আমাদের আবির্ভাব টিমের সদস্যরা ছাড়া অন্যান্য নারী উদ্যোক্তাও এবারের মেলায় অংশ নিচ্ছেন। সুলভ মূল্যে গ্রাহকরা এখান থেকে কেনাকাটা করতে পারছেন।
এআর/টিসি