ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ভাদ্র ১৪৩২, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

ছাত্রশিবিরের দুই নেতার ওপর হামলা, থানায় অভিযোগ 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:১৩, সেপ্টেম্বর ১১, ২০২৫
ছাত্রশিবিরের দুই নেতার ওপর হামলা, থানায় অভিযোগ 

চট্টগ্রাম: আনোয়ারায় ছাত্রশিবিরের দুই নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে। অভিযোগের তীর আনোয়ারা সরকারি কলেজ ছাত্রদলের বিরুদ্ধে।

হামলার অভিযোগ অস্বীকার করেছে ছাত্রদল। এ ঘটনায় থানায় অভিযোগ দিয়েছে শিবির।

বুধবার (০৯ সেপ্টেম্বর) দুপুরের দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে রাতে বিক্ষোভ করেছে ছাত্রশিবির।

স্থানীয়রা জানান, বুধবার বেলা দেড়টার দিকে উপজেলার জয়কালী বাজারের গনি মার্কেট এলাকায় আনোয়ারা উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আলী হোসেন (২৫) ও আনোয়ারা সরকারি কলেজ শিবিরের সভাপতি মিসকাতুল ইসলামকে (২৪) কয়েকজন যুবক পথরোধ করেন।  

একপর্যায়ে তাদের মারধর করে টেনেহিঁচড়ে কলেজ ক্যাম্পাসে নিয়ে যাওয়া হয়। স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। আহত ব্যক্তিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যান।

আহত মিসকাতুল ইসলাম বাদী হয়ে কলেজ ছাত্রদলের কর্মী তারেক জিয়া (২৫), মো. শাওন (২২), মো. মাহিন (২৩), মো. সিফাত (২২), মো. জাবেদ (২২) নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০-১২ জনকে আসামি করে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

মিসকাতুল ইসলাম বলেন, এক শিক্ষার্থীর ভর্তির প্রক্রিয়া শেষে বাজারে ফেরার সময় ছাত্রদলের সভাপতি বোরহান উদ্দিন ও ছাত্রদল নেতা জুয়েল আমাদের ডেকেছে বলে জোরপূর্বক কলেজ ক্যাম্পাসে নিয়ে যেতে চান ছাত্রদলের কর্মীরা। যেতে অস্বীকৃতি জানালে আমাদের মারধর করা হয়।

আনোয়ারা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মো. বোরহান উদ্দিন বলেন, এ অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আজ কলেজে এমন কোনো ঘটনা ঘটেনি। তবে বাইরে কী হয়েছে আমি জানি না।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, শিবির নেতাদের সঙ্গে হাতাহাতির ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিই/টিসি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।