ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ভাদ্র ১৪৩২, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে দিনের আলোতে শাটার ভেঙে আইফোনসহ ১০৪ স্মার্টফোন চুরি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:০৯, সেপ্টেম্বর ১১, ২০২৫
চট্টগ্রামে দিনের আলোতে শাটার ভেঙে আইফোনসহ ১০৪ স্মার্টফোন চুরি

চট্টগ্রাম: নগরের পাঁচলাইশ থানার বহদ্দারহাট ফিনলে সাউথ সিটি মার্কেটের একটি মোবাইল দোকান থেকে আইফোনসহ ১০৪টি স্মার্টফোন চুরি হয়েছে।  

মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) সকালে শাটার ভেঙে এই স্মার্টফোনগুলো চুরি করা হয়।

বুধবার রাতে এই ঘটনায় অজ্ঞাতনামাদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন দোকানি।

থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, গত ৮ সেপ্টেম্বর রাত আনুমানিক ১০টা ২০ মিনিটের দিকে প্রতিদিনের মতো দোকান বন্ধ করে চলে যান দোকানের ম্যানেজার রাফি।

 

পরদিন ৯ সেপ্টেম্বর সকাল সাড়ে ১১টার দিকে দোকানে এসে তিনি দেখতে পান শাটারের তালা খোলা। ভিতরে প্রবেশ করে দেখা যায় দোকানের মালামাল এলোমেলো অবস্থায় ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। দোকানে রক্ষিত মোট ১০৪টি স্মার্টফোন চুরি হয়ে গেছে।

দোকানের মালিক মাহমুদুল আলম তুহিন বাংলানিউজকে বলেন, দিনদুপুরে আমাদের দোকানের শাটার ভেঙে ৫০টি আইফোনসহ মোট ১০৪টি স্মার্টফোন চুরি করে নিয়ে গেছে। দিনের আলোতে মার্কেটের পঞ্চম তলা থেকে এতগুলো মোবাইল চুরি হওয়া কোনোভাবেই সহজ বিষয় নয়। এ ঘটনায় মার্কেট কর্তৃপক্ষ ও নিরাপত্তা কর্মকর্তাদের স্পষ্ট অবহেলা রয়েছে।  

চুরির বিষয়ে ফিনলে সাউথ সিটি মার্কেট দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক আইয়ুব খান বাংলানিউজকে বলেন, প্রতিদিন সকাল সাড়ে ১০টায় আমাদের মার্কেট খোলা হয়। ঘটনার দিন মার্কেটের পঞ্চম তলায় যে মোবাইল দোকানটিতে চুরি হয়েছে, তার আশেপাশের দোকানগুলো তখনও খোলা হয়নি। ওই সময় প্রত্যেক দোকানদার নিজ নিজ দোকান খোলায় ব্যস্ত ছিলেন। সেই সুযোগে সকাল ১০টা ৩২ মিনিট থেকে ৪২ মিনিটের মধ্যে মাত্র ১০ মিনিটের ব্যবধানে চুরির ঘটনাটি ঘটে। তবে মার্কেটে আমাদের পর্যাপ্ত নিরাপত্তাকর্মী রয়েছে।

চুরির বিষয়ে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমানের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

এমআই/টিসি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।