ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ভাদ্র ১৪৩২, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

দ্বিতীয় বিয়ে নিয়ে তর্ক, বাবার ছুরিকাঘাতে ছেলে খুন

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:০১, সেপ্টেম্বর ১১, ২০২৫
দ্বিতীয় বিয়ে নিয়ে তর্ক, বাবার ছুরিকাঘাতে ছেলে খুন

চট্টগ্রাম: মিরসরাইয়ে বাবার ছুরিকাঘাতে মো. সাহেদ (২২) নামের বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক ছাত্রের মৃত্যু হয়েছে।  

বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার মায়ানী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের পশ্চিম মায়ানী ঘড়ি মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত যুবক ওই ইউনিয়নের শেখ আকনের বাড়ির মো. নুরুজ্জামানেরর একমাত্র ছেলে। সে চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী।

নিহতের মা কামরুজ্জাহান বেগম বলেন, আমার স্বামী মো. নুরুজ্জামান সৌদি আরব থাকা অবস্থায় সিলেট জেলার এক নারীর সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পর্ক গড়ে তোলেন। মঙ্গলবার ওই নারীকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসেন।  

তিনি বলেন, খবর পেয়ে সাহেদ বুধবার শহর থেকে বাড়িতে এসে জিজ্ঞেস করতে গেলে দু জনের মধ্যে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে আমার ছেলের বুকে ছুরি দিয়ে আঘাত করে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বাংলানিউজকে বলেন, পারিবারিক কলহের জেরে বাবা-ছেলের মধ্যে কথা কাটাকাটি হয়৷ ছেলে ক্ষিপ্ত হয়ে বাবার সাথে তর্কে জড়ালে বাবা ধারালো ছুরি দিয়ে ছেলেকে আঘাত করেন৷ পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন৷

বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।