ঢাকা, বৃহস্পতিবার, ২০ ভাদ্র ১৪৩২, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১১ রবিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

কর্ণফুলী নদী থেকে ১২ হাজার মিটার কারেন্ট জাল জব্দ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১৮, সেপ্টেম্বর ৪, ২০২৫
কর্ণফুলী নদী থেকে ১২ হাজার মিটার কারেন্ট জাল জব্দ 

চট্টগ্রাম: কর্ণফুলী নদীতে অভিযান চালিয়ে ১২ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে এ অভিযান পরিচালনা করে বোয়ালখালী উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তর।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ রহমত উল্লাহ ও উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ নাঈম হাসান।

উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ নাঈম হাসান বলেন, অভিযান চালিয়ে নদীর বিভিন্ন পয়েন্ট থেকে ১২ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়।

অভিযানের পর জব্দ করা কারেন্ট জাল সবার সামনে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে।

এ অভিযান পরিচালনায় সহযোগিতা করে থানা পুলিশের একটি টিম।

বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।