ঢাকা, বৃহস্পতিবার, ২০ ভাদ্র ১৪৩২, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১১ রবিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

পুলিশ সদস্যকে কোপানোর ঘটনায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪৩, সেপ্টেম্বর ৪, ২০২৫
পুলিশ সদস্যকে কোপানোর ঘটনায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার ...

চট্টগ্রাম: আওয়ামী লীগের মিছিল থেকে পুলিশ সদস্যকে কুপিয়ে জখম করার ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগের বন্দর থানা সভাপতি মোহাম্মদ কাইয়ুমকে (৩৪) গ্রেপ্তার করা হয়েছে।  

বুধবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে বন্দর থানার দক্ষিণ মধ্যম হালিশহর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার কাইয়ুম, একই এলাকার এলাকার মো. শরীফের ছেলে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বলেন, পুলিশের এসআইকে কুপিয়ে জখমের ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগের বন্দর থানা সভাপতিকে গ্রেপ্তার করা হয়েছে।

তাকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে।

গত ১১ আগস্ট রাতে নগরের বন্দর থানার ঈশান মিস্ত্রি হাট এলাকায় আওয়ামী লীগের মিছিল শেষে অভিযান চালাতে গিয়ে হামলার শিকার হন এসআই আবু সাঈদ রানা। এসময় তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়।

এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।