ঢাকা, বৃহস্পতিবার, ২০ ভাদ্র ১৪৩২, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১১ রবিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

মীরসরাইয়ে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৪

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১২, সেপ্টেম্বর ৪, ২০২৫
মীরসরাইয়ে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৪

চট্টগ্রাম: মীরসরাইয়ে আধিপত্য বিস্তার ও কলেজ কমিটি দেওয়াকে কেন্দ্র করে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ৪ জন আহত হয়েছে।  

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে মিরসরাই থানার পাশে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

 

আহতরা হলেন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও মিরসরাই কলেজ ছাত্রদলের সাবেক সদস্যসচিব ইমরান আনোয়ার, কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক শেখ আবদুল আল নোমান, দুর্গাপুর ইউনিয়ন ছাত্রদলের কর্মী শেখ শাহরিয়ার ও মিসরাই পৌরসভা ছাত্রদলের কর্মী ইমরান হাসান। তাঁদের মধ্যে ইমরান আনোয়ার ঘাড়ে আঘাত পাওয়ায় তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

 

উপজেলা ছাত্রদলের সদস্যসচিব ফরহাদ হোসেন অভিযোগ করে বলেন, মীরসরাই কলেজ শাখা ছাত্রদল সকালে শিবিরের নারী হেনস্তা ও ক্যাম্পাসে প্রভাব বিস্তারের বিরুদ্ধে কেন্দ্রীয় কর্মসূচি পালন করে। পরে নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে একটি শোভাযাত্রা শেষে রেস্তোরাঁ থেকে বের হওয়ার সময় প্রতিপক্ষ হামলা চালায়। এতে ইমরান আনোয়ার ও নোমানসহ কয়েকজন আহত হন। তিনি দাবি করেন, মিরসরাই পৌরসভা ছাত্রদলের সদস্যসচিব ইনজামামুল হকের অনুসারীরাই এ ঘটনায় জড়িত।

তবে অভিযোগ অস্বীকার করে ইনজামামুল হক বলেন, ঘটনায় আমাকে ষড়যন্ত্রমূলকভাবে জড়ানো হচ্ছে। আমি পৌরসভা ছাত্রদলে আছি, কলেজ কমিটির সঙ্গে কোনো সংশ্লিষ্টতা নেই। রাজনৈতিকভাবে দুর্বল করার জন্য এসব মিথ্যা প্রচার চালানো হচ্ছে।

মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, দুপুরে ছাত্রদলের বর্তমান ও সাবেক নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ করেনি।

এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।