ঢাকা, শুক্রবার, ২০ ভাদ্র ১৪৩২, ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১২ রবিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

‘জনগণের নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীকে সক্রিয় হতে হবে’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২০, সেপ্টেম্বর ৪, ২০২৫
‘জনগণের নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীকে সক্রিয় হতে হবে’

চট্টগ্রাম: মহানগর জামায়াতের ভারপ্রাপ্ত আমির মুহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতির দিকে যাচ্ছে। ঢাকা-চট্টগ্রামসহ সারাদেশে জনতার উপর হামলার ঘটনা ঘটছে, অথচ প্রশাসন নীরব ভূমিকা পালন করছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় মহানগর জামায়াতের কার্যালয়ে কর্মপরিষদ বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীকে জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার আহ্বান জানান।

মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, পলাতক স্বৈরাচারের দোসররা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গ্রামবাসীর ভেতরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে। অবিলম্বে তাদের গ্রেফতার করে শাস্তির আওতায় আনতে হবে।

এ সময় বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও নগর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নগর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, মোহাম্মদ উল্লাহ, ফয়সাল মুহাম্মদ ইউনূস, নগর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোরশেদুল ইসলাম চৌধুরী, ডা. ছিদ্দিকুর রহমান, নগর শ্রমিক কল্যাণ ফেডারেশন মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান, মাওলানা মমতাজুর রহমান, প্রফেসর ড. মাহবুবুর রহমান, ফখরে জাহান সিরাজী, আমির হোছাইন, আবু হেনা মোস্তফা কামাল, অধ্যক্ষ মুহাম্মদ সাইফুল্লাহ, হামেদ হাসান ইলাহী, মাহমুদুল আলম প্রমুখ।

বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।