ঢাকা, শুক্রবার, ২০ ভাদ্র ১৪৩২, ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১২ রবিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

শ্বাসনালিতে নুডলস আটকে শিশুর মৃত্যু 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১৩, সেপ্টেম্বর ৪, ২০২৫
শ্বাসনালিতে নুডলস আটকে শিশুর মৃত্যু  ...

চট্টগ্রাম: সাতকানিয়ায় শ্বাসনালিতে নুডলস আটকে মৃত্যু হয়েছে ফাতেমা জান্নাত নামের সাত মাস বয়সী এক শিশুর।

বুধবার (৩ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড ডিলার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

শিশুটি ওই এলাকার জাহেদুল ইসলামের মেয়ে। বৃহস্পতিবার সকাল ৮টায় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

পরিবারের সদস্যরা জানান, ফাতেমাকে একটি নুডলস তিন ভাগে ভাগ করে খাওয়ানো হতো। সে নিজেও এ খাবার পছন্দ করতো। তবে একসঙ্গে বেশি নুডলস দেওয়ায় তা শিশুটির শ্বাসনালিতে আটকে যায়। এতেই দম বন্ধ হয়ে শিশুটির মৃত্যু হয়। পরে আমরা ফাতেমাকে হাসপাতালে নিয়ে যাই। চিকিৎসক জানিয়েছেন খাবার আটকে শ্বাস নিতে না পারায় তার মৃত্যু হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য আহমেদ কবির ভেট্টা বলেন, ফাতেমা জান্নাত নামের শিশুটির শ্বাসনালিতে নুড়লস আটকে যায়। পরে পরিবারের সদস্য স্থানীয় একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।  

বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।