চট্টগ্রাম: আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রায় এক বছর ধরে কর্মস্থলে অনুপস্থিত থাকায় চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) এক কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। ওই কর্মকর্তা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা ছিলেন।
সোমবার (৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বরখাস্ত আবু আরিফ বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন দফতরের সহকারী পরিচালক ছিলেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত বছরের ২২ আগস্ট থেকে আবু আরিফ বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত আছেন। ২৬ ডিসেম্বর তাকে অনুপস্থিতির বিষয়ে কৈফিয়ত তলব করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর জবাবে তিনি অপ্রাসঙ্গিক এবং শিষ্টাচার বহির্ভূত ভাষা ব্যবহার করায় এবং এখতিয়ার বহির্ভূত বিষয় অবতারণা করে জবাব দেওয়ায় তার বেতন-ভাতা স্থগিত করে কর্তৃপক্ষ।
এরপর চলতি বছরের ১১ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে কারণ দর্শানোর নোটিশ দিলেও তিনি জবাব দেননি। এজন্য ২৬ ফেব্রুয়ারি তাকে সাময়িক বরখাস্ত করা হয়। এরপরও তিনি কর্মস্থলে যোগদান করেননি।
গত ১৭ এপ্রিল আবু আরিফের কর্মস্থলে অনুপস্থিতিসহ তার বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগ তদন্তে একটি কমিটি গঠন করা হয়। ২৬ জুন কমিটি প্রতিবেদন দেয়। ২৮ জুন বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ৬০তম সভায় তাকে চাকরি থেকে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত হয়। ২০২৪ সালের ২২ আগস্ট থেকে বরখাস্তের আদেশ কার্যকর হবে বলে অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।
বিই/পিডি/টিসি