ঢাকা, মঙ্গলবার, ২১ শ্রাবণ ১৪৩২, ০৫ আগস্ট ২০২৫, ১০ সফর ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

সন্দ্বীপে অস্ত্র-কার্তুজসহ গ্রেপ্তার ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০৭, আগস্ট ৫, ২০২৫
সন্দ্বীপে অস্ত্র-কার্তুজসহ গ্রেপ্তার ২ ...

চট্টগ্রাম: এলজি, কার্তুজ, অস্ত্র তৈরির সরঞ্জচামসহ ২ জনকে গ্রেপ্তার করেছে সন্দ্বীপ থানা পুলিশ।

সোমবার (৪ আগস্ট) দিবাগত রাতে সন্দ্বীপ থানার  সারিকাইত থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, মো. হান্নান ও মো. আরমান।

চট্টগ্রাম অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।

এসময় হান্নানের কাছ থেকে একটি এলজি ও ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।  

তিনি আরও জানান, পরে তাদের তথ্যে পলাতক সোহেলের দোকানে তল্লাশি করে অস্ত্র তৈরির ক্ষুদ্র যন্ত্রাংশ, ৫ রাউন্ড কার্তুজ, অস্ত্র তৈরির কাজে ব্যবহৃত যন্ত্রপাতি ও ৩টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। গ্রেপ্তার ও পলাতক আসামিদের বিরুদ্ধে সন্দ্বীপ থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে।

এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।