চট্টগ্রাম: এলজি, কার্তুজ, অস্ত্র তৈরির সরঞ্জচামসহ ২ জনকে গ্রেপ্তার করেছে সন্দ্বীপ থানা পুলিশ।
সোমবার (৪ আগস্ট) দিবাগত রাতে সন্দ্বীপ থানার সারিকাইত থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
চট্টগ্রাম অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, পরে তাদের তথ্যে পলাতক সোহেলের দোকানে তল্লাশি করে অস্ত্র তৈরির ক্ষুদ্র যন্ত্রাংশ, ৫ রাউন্ড কার্তুজ, অস্ত্র তৈরির কাজে ব্যবহৃত যন্ত্রপাতি ও ৩টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। গ্রেপ্তার ও পলাতক আসামিদের বিরুদ্ধে সন্দ্বীপ থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে।
এমআই/পিডি/টিসি