ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ভাদ্র ১৪৩২, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

রাত ২টা থেকে হালদায় মাছের ডিম সংগ্রহ চলছে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:২০, মে ৩০, ২০২৫
রাত ২টা থেকে হালদায় মাছের ডিম সংগ্রহ চলছে ...

চট্টগ্রাম: মধ্যরাতে মেঘের গর্জন, বজ্রপাত, অতিভারী বৃষ্টি, পাহাড়ি ঢল উপেক্ষা করে তিন শতাধিক নৌকা মা মাছের ডিম সংগ্রহে নেমেছে হালদায়। রাত দুইটা থেকে দুপুর ১২টা পর্যন্ত কোনো নৌকা ২ বালতি, কোনো নৌকা ৪-৫ বালতি ডিম পেয়েছে এবার।

 

বংশ পরম্পরায় অভিজ্ঞ ডিমসংগ্রহকারীরা রুই, কাতলা, মৃগেল, কালিবাউশ মাছের নিষিক্ত ডিম সংগ্রহ করে সরকারি হ্যাচারি, মাটি ও সিমেন্টের কুয়ায় এসব ডিম থেকে রেনু ফোটাবেন। এ কাজে সময় লাগবে চার দিন।

প্রাকৃতিকভাবে পাওয়া এসব রেণুর পোনা দ্রুত বড় হয় বলে সারাদেশের মাছচাষিদের প্রথম পছন্দ। তাই দামও বেশি।

ডিম ছাড়ার পর ক্লান্ত মা মাছগুলো যাতে কেউ শিকার করতে না পারে সে জন্য আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন সক্রিয় রয়েছে।

হালদা গবেষক ড. মনজুরুল কিবরীয়া বাংলানিউজকে জানান, আমরা হালদা নদীতে মা মাছের ডিম সংগ্রহ প্রক্রিয়া পর্যবেক্ষণ করছি৷ রাত দুইটা থেকে ডিম সংগ্রহ শুরু হয়েছে। এবার ভারী বৃষ্টিসহ ডিম ছাড়ার অনুকূল পরিবেশ রয়েছে। তিনশ থেকে সাড়ে তিনশ নৌকা ডিম সংগ্রহে নেমেছে। বিগত কয়েক বছরের মধ্যে সবচেয়ে ভালো পরিমাণে ডিম সংগ্রহ হয়েছে এবার। স্থানীয়রা খুশি, আমরাও খুশি।  

গড়দুয়ারার ডিম সংগ্রহকারী কামাল উদ্দিন জানান, সারা বছর এই দিনটির জন্য অপেক্ষা করি আমরা। ভালো ডিম সংগ্রহ হয়েছে এবার। চার দিন পর রেণু ফুটবে। নিবিড় পরিচর্যা করতে হবে এখন। তারপর নির্দিষ্ট সময় শেষে পোনা বিক্রি হবে।  
 
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।