চট্টগ্রাম: সারা দেশে ইয়াবা ছড়িয়ে দেওয়ার মূলহোতা কামাল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার মো. কামাল হোসেন (৩৪), টেকনাফ থানার সাবরাং থেকে সিকদাপাড়া জহির মাস্টার বাড়ির মৃত জহির আহম্মদ মাস্টারের ছেলে।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন বলেন, গত ২৬ আগস্ট বাকলিয়া থানা এলাকা থেকে মো. আহসান হাবীবকে ৭ হাজার ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হাবীবের দেওয়া তথ্যমতে বাকলিয়া থানা পুলিশ টেকনাফের সাবরাং সিকদারপাড়া এলাকায় অভিযান চালিয়ে সারা দেশে ইয়াবা ছড়িয়ে দেওয়ার মূলহোতা আসামি কামাল হোসেনকে গ্রেপ্তার করে।
এমআই/পিডি/টিসি