ঢাকা, বুধবার, ২৬ ভাদ্র ১৪৩২, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৭ রবিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে চায়নিজ ভাষা শিক্ষণ ও পরীক্ষা কেন্দ্র চালু করবে সিআইইউ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২০, সেপ্টেম্বর ১০, ২০২৫
চট্টগ্রামে চায়নিজ ভাষা শিক্ষণ ও পরীক্ষা কেন্দ্র চালু করবে সিআইইউ ...

চট্টগ্রাম: আন্তর্জাতিক মানের ভাষা শিক্ষা সম্প্রসারণের লক্ষ্যে চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ) এবং কনফুসিয়াস ইনস্টিটিউট এট নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) মধ্যে সমঝোতা স্মারক সম্প্রতি সিআইইউ সম্মেলন কক্ষে স্বাক্ষরিত হয়।  

এই সমঝোতা স্মারকের মাধ্যমে সিআইইউতে আনুষ্ঠানিকভাবে একটি চায়নিজ ভাষা শিক্ষণ ও পরীক্ষা কেন্দ্র প্রতিষ্ঠা, আন্তর্জাতিকভাবে স্বীকৃত HSK ভাষা দক্ষতা পরীক্ষার আয়োজন করা, ইউনান বিশ্ববিদ্যালয়সহ চীনের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে ছাত্র-শিক্ষক বিনিময় এবং বাংলাদেশ ও চীনের সংস্কৃতির মেলবন্ধনে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও কর্মশালার আয়োজন করা হবে।

 

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. এম এম নুরুল আবসার। সিআইইউ’র পক্ষে রেজিস্ট্রার আনজুমান বানু লিমা এবং এনএসইউ’র পক্ষে চায়নিজ পরিচালক মা শিয়াওয়ান সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

 

এ সময় সাক্ষী হিসেবে উপস্থিত ছিলেন কনফুসিয়াস ইনস্টিটিউটের বাংলাদেশি পরিচালক ও নর্থ সাউথ ইউনিভার্সিটির অধ্যাপক ড. মোহাম্মদ বুলবুল আশরাফ সিদ্দিকী এবং সিআইইউতে চায়নিজ ভাষা শিক্ষা কেন্দ্রের পরিচালক (ভারপ্রাপ্ত) ও লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস অনুষদের সহকারী অধ্যাপক কাজী মো. সাইফুল আসপিয়া। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, রেজিস্ট্রার, কর্মকর্তা এবং চায়নিজ ভাষার শিক্ষক মা শিয়ানজিন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির চায়নিজ ভাষা শিক্ষণ ও পরীক্ষা কেন্দ্র খুব শীঘ্রই আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতে যাচ্ছে। এর ফলে শুধু সিআইইউ নয়, বরং বাংলাদেশ ও চীনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে। শিক্ষার্থীদের জন্য এটি আন্তর্জাতিক উচ্চশিক্ষা, গবেষণা ও ক্যারিয়ারের নতুন দ্বার উন্মোচন করবে। চায়নিজ ভাষায় দক্ষতা অর্জন করলে শিক্ষার্থীরা চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বৃত্তিসহ পড়ার সুযোগ পাবেন এবং আন্তর্জাতিক চাকরির বাজারেও প্রতিযোগিতামূলক অবস্থান তৈরি করতে পারবেন।

এই উদ্যোগের মাধ্যমে সিআইইউতে কনফুসিয়াস ইনস্টিটিউটের অধীনে চট্টগ্রামে একমাত্র চায়নিজ ভাষা শিক্ষা কেন্দ্র প্রতিষ্ঠার ফলে বৃহত্তর চট্টগ্রামবাসী উপকৃত হবে।

এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।