ঢাকা, রবিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

জুতার মালা পরিয়ে যুবলীগ নেতাকে পুলিশে সোপর্দ

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫৬, মে ১৭, ২০২৫
জুতার মালা পরিয়ে যুবলীগ নেতাকে পুলিশে সোপর্দ ...

চট্টগ্রাম: রাউজানে এক যুবলীগ নেতাকে মাথা ন্যাড়া করে ও গলায় জুতার মালা পরিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে কয়েকজন যুবক।

শুক্রবার (১৬ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার উত্তর গুজরা গ্রামের আয়েশা বিবির পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

 

ঘটনার শিকার মো. ফোরকান (৫২) পূর্ব গুজরা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি।

রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভুঁইয়া বলেন, ফোরকানকে আহত অবস্থায় পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

অসুস্থ হওয়ায় হাসপাতালে চিকিৎসা দিয়ে রাতে তাকে থানা হেফাজতে রাখা হয়।  

তিনি আরও জানান, ফোরকানের বিরুদ্ধে বিগত সরকারের সময় মুনিরীয়া যুব তবলিগ কমিটির কার্যালয় ভাঙচুরের মামলা রয়েছে। শনিবার (১৭ মে) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, মে ১৭, ২০২৫
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।