চট্টগ্রাম: সীতাকুণ্ডে সীমা আক্তার (২৬) নামে এক গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে স্বামী মাহমুদুল হকের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার বাড়কুণ্ড ইউনিয়নের দক্ষিণ মাহমুদাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ওই গ্রামের আহমদ শফির ছেলে মাহমুদুল হকের সঙ্গে তার স্ত্রী সীমা আক্তারে প্রায়ই কহল লেগেই থাকতো। বৃহস্পতিবার রাত ১১টার দিকে কলহের একপর্যায়ে মাহমুদুল সীমার পেটে ছুরিকাকাঘাত করে পালিয়ে যায়।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বলেন, রাতে কলহের জেরে স্ত্রী সীমা আক্তারকে ছুরিকাঘাত করে মাহমুদুল। আহত সীমা চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। অভিযুক্ত স্বামী মাহমুদুলকে গ্রেপ্তারে অভিযান চলছে।
বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২৫
পিডি/টিসি