ঢাকা, রবিবার, ২৯ চৈত্র ১৪৩১, ১৩ এপ্রিল ২০২৫, ১৪ শাওয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

আম গাছে ঝুলছিল বৃদ্ধের মরদেহ

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৫ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২৫
আম গাছে ঝুলছিল বৃদ্ধের মরদেহ ...

চট্টগ্রাম: ফটিকছড়ি পৌরসভার ১ নম্বর ওয়ার্ড উত্তর রাঙ্গামাটিয়ায় আম গাছে ঝুলন্ত এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

শনিবার (১২ এপ্রিল) সকালে অছি মিয়া কেরানী বাড়ির পাশে মুহাম্মদ খোরশেদুল আলম (৬০) নামের বৃদ্ধের মরদেহ পাওয়া যায়।

তিনি ওই এলাকার মৃত আজিজুর রহমানের ছেলে।

ফটিকছড়ি থানার ওসি নুর আহমেদ জানান, ঘটনাস্থল থেকে আম গাছের সাথে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

গলায় কালো দাগ ছাড়া শরীরে কোনও আঘাতের চিহ্ন নেই।  

ধারণা করা হচ্ছে, রাতের কোনও এক সময়ে তিনি আত্মহত্যা করেছেন।  

বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২৫
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।