ঢাকা, শনিবার, ২৮ ভাদ্র ১৪৩২, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০ রবিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

‘সেবার মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে হবে’ 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০১, সেপ্টেম্বর ১২, ২০২৫
‘সেবার মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে হবে’  ...

চট্টগ্রাম: বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর ভারপ্রাপ্ত আমির মুহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, বাংলাদেশের মানুষ রাজনীতি সচেতন, ৩৬ জুলাই বিপ্লব সচেতনতা আরো বহুগুণে বাড়িয়ে দিয়েছে।  

ট্যাগিং রাজনীতি, একাত্তরের চেতনার নামে বিভেদের রাজনীতি, জোর-জবরদস্তি ও ভোগ দখলের রাজনীতি, পরিবারতন্ত্র ও অতীত ইমেজ দিয়ে বিভ্রান্তি সৃষ্টির রাজনীতি, অনৈতিকভাবে প্রতিপক্ষকে কোণঠাসা করে দেওয়ার নোংরা রাজনীতি বাংলাদেশের মানুষ আর অন্ধভাবে মেনে নেবে না।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে চকবাজারের একটি কমিউনিটি সেন্টারে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর ওয়ার্ড দায়িত্বশীল সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আমাদের কর্মকাণ্ডই মানুষ পর্যবেক্ষণ করবে।

সেবা ও আচরণ দিয়ে আস্থা সৃষ্টি করতে হবে। ধর্ম-বর্ণ, দল-মত নির্বিশেষে সকলের মাঝেই আস্থা সৃষ্টি করতে হবে। নারী-পুরুষ-তৃতীয় লিঙ্গসহ সকলের মাঝে আস্থা সৃষ্টির পাশাপাশি সমতার আড়ালে এলজিবিটি সংস্কৃতি চালুর ষড়যন্ত্র বিষয়েও সচেতন থাকতে হবে। পরস্পরকে দায় চাপানোর রাজনৈতিক সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। সেবার মাধ্যমে জনগণের আস্থা অর্জনের রাজনীতিই টেকসই হবে ইনশাআল্লাহ্।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি ও চট্টগ্রাম- ২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন ইসলামী সমাজকল্যাণ পরিষদ চট্টগ্রামের সভাপতি অধ্যক্ষ মুহাম্মদ তাহের, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, মুহাম্মদ উল্লাহ ও ফয়সাল মুহাম্মদ ইউনুস এবং া্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোরশেদুল ইসলাম চৌধুরী, নগর সাংগঠনিক সম্পাদক, সাবেক ওয়ার্ড কাউন্সিলর চট্টগ্রাম-১০ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, চট্টগ্রাম-৯ সংসদীয় আসনের সহকারী পরিচালক আমির হোসাইন, চট্টগ্রাম-১০ আসনের পরিচালক ফখরে জাহান সিরাজী সবুজ, চট্টগ্রাম-৮ আসনের প্রার্থী ডা. মুহাম্মদ আবু নাছের এবং চট্টগ্রাম-১১ আসনের প্রার্থী মুহাম্মদ শফিউল আলম।

সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর কর্মপরিষদ সদস্য ডা. মুহাম্মদ সিদ্দিকুর রহমান, নগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এস এম লুৎফর রহমান, নগর কর্মপরিষদ সদস্য মাওলানা মমতাজুর রহমান, অধ্যক্ষ মাওলানা জাকের হোসাইন, হামেদ হাসান ইলাহী, অধ্যাপক মুহাম্মদ নুর, অধ্যক্ষ মুহাম্মদ সাইফুল্লাহ, মাহমুদুল আলম, প্রফেসর ড. মাহবুবুর রহমান, ইস্কপের সহ-সভাপতি আবুল হোসাইন ও ইঞ্জিনিয়ার মোমিনুল হক, ইসলামী সমাজকল্যাণ পরিষদের সেক্রেটারি এডভোকেট সৈয়দ আনোয়ার হোসেন, চট্টগ্রাম-১০ আসনের সহকারী পরিচালক ফারুকে আজম, ইস্কপের সহ-সেক্রেটারি শফিউল আলম সোবহানী, সাংগঠনিক সম্পাদক সেলিম উল্লাহ জামান প্রমুখ।

বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।