ঢাকা, শুক্রবার, ২৭ ভাদ্র ১৪৩২, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১৯ রবিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

অসচ্ছল ছাত্রীকে ভর্তি সহায়তা দিল শিবির

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:০৩, সেপ্টেম্বর ১১, ২০২৫
অসচ্ছল ছাত্রীকে ভর্তি সহায়তা দিল শিবির

চট্টগ্রাম: আনোয়ারা উপজেলায় অসচ্ছল এক ছাত্রীকে ভর্তি সহায়তা দিয়েছে আনোয়ারা উপজেলা ছাত্রশিবির। আনোয়ার উপজেলা ছাত্রশিবিরের বাইতুলমাল সম্পাদক সাকিবুল ইসলাম এই অর্থ সহায়তা তুলে দেন ওই শিক্ষার্থী বাবার হাতে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে হাইলধর এলাকার শিক্ষার্থীর বাড়িতে গিয়ে এই অর্থ সহায়তা প্রদান করেন।  

জানা যায়, উপজেলার হাইলধর বশিরুজ্জামান উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন মোছা. পপি আক্তার।

সে এবার এসএসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন। মোছা. পপি আক্তার পরীক্ষায় নিজের স্বপ্নের জিপিএ-৫ অর্জন করলেও অর্থ সংকটে ভর্তি অনিশ্চয়তা দেখা দেয়। পরে খবর পেয়ে আশার আলো নিয়ে হাজির হন আনোয়ারা ছাত্রশিবির।  

ছাত্রশিবিরের নেতা সাকিবুল ইসলাম বলেন, আর্থিক অসচ্ছলতার কারণে অনেক মেধাবী শিক্ষার্থী পড়াশোনায় পিছিয়ে পড়ে। কিন্তু আমরা বিশ্বাস করি কোনো শিক্ষার্থীর পথচলা যেন অর্থের অভাবে থেমে না যায়। সেই লক্ষ্যেই একজন মেধাবী ছাত্রীকে ইন্টারমিডিয়েটে ভর্তির জন্য আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে। আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা তার ভবিষ্যৎ গড়ার পথে সহায়ক হবে ইনশাআল্লাহ।  প্রত্যেক শিক্ষার্থীই জাতির সম্পদ, তাদের হাত ধরে গড়ে উঠবে নৈতিক, সুশিক্ষিত ও সমৃদ্ধ সমাজ। ছাত্রশিবিরের এউ কাজ অভ্যাহত থাকবে।

বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।