ঢাকা, সোমবার, ২৪ চৈত্র ১৪৩১, ০৭ এপ্রিল ২০২৫, ০৮ শাওয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বিদেশি বিনিয়োগকারীরা দেখলেন চট্টগ্রামের ইপিজেড ও শিল্পনগর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৪ ঘণ্টা, এপ্রিল ৭, ২০২৫
বিদেশি বিনিয়োগকারীরা দেখলেন চট্টগ্রামের ইপিজেড ও শিল্পনগর ...

চট্টগ্রাম: বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত চার দিনব্যাপী বিনিয়োগ সম্মেলনে আসা যুক্তরাষ্ট্র, চীন, জাপান, দক্ষিণ কোরিয়াসহ ৪০টি দেশের অর্ধশতাধিক বিনিয়োগকারী চট্টগ্রামের ইপিজেড ও শিল্পনগর পরিদর্শন করেছেন।

সম্মেলনের প্রথম দিন দুটি ট্র্যাকে অনুষ্ঠান হয়।

প্রথম ট্র্যাকে বিদেশি বিনিয়োগকারীরা একটি স্পেশাল ফ্লাইট চট্টগ্রামে আসেন। সেখান থেকে সোমবার (৭ এপ্রিল) কোরিয়ান ইপিজেড ও মীরসরাইয়ে স্পেশাল ইকোনমিক জোন পরিদর্শনে আসেন।
তারা হলেন সেই সব উদ্যোক্তা যারা মনে করছেন তাদের একটি কারখানা স্থাপন করতে হবে। তাদের জায়গা-জমি লাগবে।

অন্যদিকে সোমবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে স্টার্টআপ কানেক্ট নামে দিনব্যাপী অনুষ্ঠান চলছে।  

বিদেশি বিনিয়োগকারীদের স্বাগত জানান কোরিয়ান ইপিজেডের চেয়ারম্যান কিয়াক সাং।  

আড়াই হাজার একরের এ ইপিজেডে বর্তমানে ৮ শতাধিক একর জায়গায় ৪৮টি ভবনে ১৫টি কারখানা উৎপাদনে রয়েছে।

বিনিয়োগকারীরা ইয়াং ওয়ানের বিভিন্ন কারখানা ঘুরে দেখেন। বর্তমান বিনিয়োগকারীদের সঙ্গে মতবিনিময় করেন।

প্রতিনিধি দলের সঙ্গে আসা এক সরকারি কর্মকর্তা জানান, কোরিয়ান ইপিজেড পরিদর্শনকালে বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের সুবিধা তুলে ধরে স্পেশাল প্রেজেন্টেশন দেওয়া হয়। এরপর তারা পরিদর্শন করেন মিরসরাই শিল্পনগর। যাতে তাদের বিনিয়োগ সিদ্ধান্ত নিতে সুবিধা হয়।   

কেইপিজেডের কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান জানান, কোরিয়ান ইপিজেড বাংলাদেশে বেসরকারি খাতে পরিবেশবান্ধব শিল্পাঞ্চল। ইতিমধ্যে এটা সবার জানা হয়ে গেছে। বিদেশি বিনিয়োগকারী যারা বাংলাদেশে এসেছেন তাদের কোরিয়ান ইপিজেড দেখাচ্ছে বিডা। এই জন্য যে, সত্যিকারের এক্সপোর্ট প্রসেসিং জোন কী অবস্থায় আছে, সরকার কী কী সুবিধা দিচ্ছে। যাতে নতুন করে বিনিয়োগ করা যায়।  

তিনি জানান, যারা ইনভেস্টমেন্ট সামিটে এসেছেন তাদের আমরা হাইটেক কারখানাগুলো দেখিয়েছি। আমাদের বিস্তৃত এলাকা দেখিয়েছি। যেখানে তারা নতুন করে আরও হাইটেক কারখানা করতে পারেন।

বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০২৫
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।