ঢাকা, সোমবার, ২৪ চৈত্র ১৪৩১, ০৭ এপ্রিল ২০২৫, ০৮ শাওয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

রাঙ্গুনিয়ায় আগুনে পুড়ল ৮ একর বন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫২ ঘণ্টা, এপ্রিল ৬, ২০২৫
রাঙ্গুনিয়ায় আগুনে পুড়ল ৮ একর বন আগুনে পুড়ে যায় ৮ একর বনভূমি। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম: রাঙ্গুনিয়ায় সংরক্ষিত বনাঞ্চলের প্রায় আট একর বনভূমিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

রোববার (৬ এপ্রিল) সকাল ১১টার দিকে আগুন লাগার পর বন বিভাগের কর্মীদের প্রচেষ্টায় তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

 

জানা গেছে, রাঙ্গুনিয়া রেঞ্জের কোদালা বন বিটের দক্ষিণ নিশ্চিন্তপুর এলাকায় এই অগ্নিকাণ্ড ঘটে। সকাল ১১টার দিকে যখন আগুন লাগে তখন বিটের কর্মীরা অন্য বাগানে কাজ করছিলেন।

বেশ কিছুক্ষণ পর খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে বন বিটের কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করেন। দুপুর ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে যোগ দেন ফায়ার সার্ভিসের কর্মীরাও। পরে তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে প্রায়শই এই ধরণের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও এবারের আগুনে বেশ ক্ষতি হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানা না গেলেও, এই ব্যাপারে রাঙ্গুনিয়া থানায় জিডি করা হয়েছে।

কোদালা বিট কর্মকর্তা খোন্দকার মাহাবাবুর রহমান বাংলানিউজকে জানান, শুষ্ক মৌসুম হওয়ায় পাহাড়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। প্রায় ৮ একর বনাঞ্চল পুড়ে গেছে। এতে প্রায় দুই থেকে আড়াই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, এপ্রিল ৬, ২০২৫
এমআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।