ঢাকা, সোমবার, ২৪ চৈত্র ১৪৩১, ০৭ এপ্রিল ২০২৫, ০৮ শাওয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

পদুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি আবচার তালুকদার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৭ ঘণ্টা, এপ্রিল ৬, ২০২৫
পদুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি আবচার তালুকদার আবচার হোসেন তালুকদার

চট্টগ্রাম: রাঙ্গুনিয়ার উত্তর পদুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি মনোনীত হয়েছেন বিজিএমই’র পরিচালক ও উত্তর জেলা যুবদলের শিল্প-বাণিজ্য বিষয়ক সম্পাদক এবং রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আবচার হোসেন তালুকদার।  

রোববার (৬ এপ্রিল) চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর ড. বিপ্লব গাঙ্গুলী স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

এ অফিস আদেশে জানানো হয়, বিদ্যালয়ের দৈনন্দিন প্রশাসনিক কার্যাবলী পরিচালনার জন্য ছয় মাসের জন্য এই এডহক কমিটি অনুমোদন দেয়া হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এমরান পদাধিকার বলে সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন।

এছাড়া কমিটিতে জেলা শিক্ষা অফিসার মনোনীত শিক্ষক প্রতিনিধি নুরুল কবির ও উপজেলা নির্বাহী অফিসার মনোনীত অভিভাবক প্রতিনিধি মো. নঈম উদ্দিন অন্তর্ভুক্ত রয়েছেন।  

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, এপ্রিল ৬, ২০২৫
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।