ঢাকা, সোমবার, ২৪ চৈত্র ১৪৩১, ০৭ এপ্রিল ২০২৫, ০৮ শাওয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে জোড়া খুন: ৪ দিনের রিমান্ডে ২ আসামি

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৪ ঘণ্টা, এপ্রিল ৬, ২০২৫
চট্টগ্রামে জোড়া খুন: ৪ দিনের রিমান্ডে ২ আসামি ...

চট্টগ্রাম: নগরের চকবাজার থানাধীন বাকলিয়া এক্সেস রোড চন্দনপুরা অংশে প্রাইভেটকারকে ধাওয়া করে জোড়া খুনের ঘটনায় গ্রেপ্তার ২ আসামির ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।  

রোববার (৬ এপ্রিল) চট্টগ্রামের অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরকার হাসান শাহরিয়ার এর আদালত এই রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড মঞ্জুর হওয়া আসামিরা হলেন- মো. বেলাল ও মানিক।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মো. মফিজ উদ্দীন বাংলানিউজকে বলেন, গুলি করে জোড়া খুনের ঘটনায় গ্রেপ্তার ২ আসামির ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়।

আদালত শুনানি শেষে তাদের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে ৩ এপ্রিল ভোরে বেলালকে নগরের বহদ্দারহাট এলাকা থেকে এবং মানিককে ফটিকছড়ি উপজেলা থেকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে বেলালকে সিসিটিভি ফুটেজে গুলি চালাতে দেখা গেছে।

বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০২৫
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।