ঢাকা, সোমবার, ২৪ চৈত্র ১৪৩১, ০৭ এপ্রিল ২০২৫, ০৮ শাওয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

‘নোমান ছিলেন মাটি ও মানুষের প্রাণের প্রতিনিধি’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩০ ঘণ্টা, এপ্রিল ৬, ২০২৫
‘নোমান ছিলেন মাটি ও মানুষের প্রাণের প্রতিনিধি’ ...

চট্টগ্রাম: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমীর আলহাজ শাহজাহান চৌধুরী বলেছেন, জাতীয় নেতা ও বিএনপির কেন্দ্রীয় নেতা মরহুম আব্দুল্লাহ আল নোমান ছিলেন মাটি ও মানুষের প্রাণের প্রতিনিধি।

শনিবার (৫ এপ্রিল) নগরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত আব্দুল্লাহ আল নোমানের জেয়াফত অনুষ্ঠানে স্মৃতিচারণ করতে গিয়ে তিনি এ কথা বলেন।

শাহজাহান চৌধুরী বলেন, আব্দুল্লাহ আল নোমান ছিলেন চট্টগ্রামের অবিসংবাদিত নেতা। কৃষক, শ্রমিক থেকে শুরু করে সমাজের সর্বস্তরের মানুষের সঙ্গে তার নিবিড় যোগাযোগ ছিল।

একজন জনবান্ধব সংগঠক হিসেবে তার অবদান অনুসরণীয় হয়ে থাকবে। চট্টগ্রামের উন্নয়নে তার অবদান ইতিহাস হয়ে থাকবে। তিনি শুধু চট্টগ্রামকে ভালোবাসতেন না, এই অঞ্চলের সংস্কৃতি, ভাষা ও মাটি তাকে ধারণ করেছিল। তিনি গর্ব করে চাটগাঁইয়া ভাষায় কথা বলতেন। এমন নেতা চট্টগ্রামে বিরল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মরহুমের ছেলে সাঈদ আল নোমান তূর্য। উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগরী জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ, কর্মপরিষদ সদস্য আবু হেনা মোস্তফা কামাল, হামেদ হাসান ইলাহী, নগর শূরা ও কর্মপরিষদ সদস্য ইঞ্জিনিয়ার মাহবুবুল হাসান রুমি, বিএনপি নেতা আজম উদ্দীন ও শায়েস্তা খান, সাংবাদিক বিএম ইমরান, শ্রমিক নেতা আবুল বাশার ভূঁইয়া, শহিদুল্লাহ তালুকদার, আনিছুর রহমান চৌধুরী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, এপ্রিল ৬, ২০২৫
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।