চট্টগ্রাম: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমীর আলহাজ শাহজাহান চৌধুরী বলেছেন, জাতীয় নেতা ও বিএনপির কেন্দ্রীয় নেতা মরহুম আব্দুল্লাহ আল নোমান ছিলেন মাটি ও মানুষের প্রাণের প্রতিনিধি।
শনিবার (৫ এপ্রিল) নগরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত আব্দুল্লাহ আল নোমানের জেয়াফত অনুষ্ঠানে স্মৃতিচারণ করতে গিয়ে তিনি এ কথা বলেন।
শাহজাহান চৌধুরী বলেন, আব্দুল্লাহ আল নোমান ছিলেন চট্টগ্রামের অবিসংবাদিত নেতা। কৃষক, শ্রমিক থেকে শুরু করে সমাজের সর্বস্তরের মানুষের সঙ্গে তার নিবিড় যোগাযোগ ছিল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মরহুমের ছেলে সাঈদ আল নোমান তূর্য। উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগরী জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ, কর্মপরিষদ সদস্য আবু হেনা মোস্তফা কামাল, হামেদ হাসান ইলাহী, নগর শূরা ও কর্মপরিষদ সদস্য ইঞ্জিনিয়ার মাহবুবুল হাসান রুমি, বিএনপি নেতা আজম উদ্দীন ও শায়েস্তা খান, সাংবাদিক বিএম ইমরান, শ্রমিক নেতা আবুল বাশার ভূঁইয়া, শহিদুল্লাহ তালুকদার, আনিছুর রহমান চৌধুরী প্রমুখ।
বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, এপ্রিল ৬, ২০২৫
এসি/টিসি