চট্টগ্রাম: চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহবায়ক আবু সুফিয়ান বলেছেন, ১৬ বছর ধরে গণতন্ত্র প্রতিষ্ঠা, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা, ভাতের অধিকার প্রতিষ্ঠা, মানবাধিকার প্রতিষ্ঠার জন্য আমরা লড়াই করে যাচ্ছি। স্বৈরশাসক শেখ হাসিনা সরকারের গুম-খুন, নির্যাতন-নিপীড়ন, হামলা-মামলা কোনো কিছুই বিএনপির নেতাকর্মীদের দমাতে পারেনি।
শনিবার (৫ এপ্রিল) বিকেলে ৬ নম্বর পূর্ব ষোলশহর ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন এর উদ্যোগে আয়োজিত “ঈদ পুনর্মিলনী” অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এসময় তিনি ৬ নম্বর পূর্ব ষোলশহর ওয়ার্ড এর বারাইপাড়া, হাজীর পুল, ওমর আলী মাতব্বর মহল্লা, বাদশা চেয়ারম্যান ঘাটা, ইয়াছিন হাজীর বাড়ী, বহদ্দার বাড়ী এলাকায় গণসংযোগ করেন এবং সর্বসাধারণের সাথে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। এলাকার শত শত মানুষ স্বত:স্ফুর্তভাবে গণসংযোগে অংশগ্রহণ করে। ওয়ার্ড এর অসুস্থ নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়েও তাদের খোঁজ-খবর নেন তিনি ।
নির্বাচনের মাধ্যমেই জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করবেন জানিয়ে চট্টগ্রাম মহানগর বিএনপি সাবেক সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান বলেন, দীর্ঘ ১৫ বছর একটি ফ্যাসিস্ট সরকার মানুষের উপর জগদ্দল পাথরের ন্যায় চেপে বসেছিল। যাদের অন্যায়, অবিচার ও দু:শাসনে মানুষ জর্জরিত ছিল। আজ বাংলাদেশ ফ্যাসিস্টমুক্ত ও স্বৈরাচারমুক্ত। দীর্ঘ ১৫ বছর পর তারা মুক্ত পরিবেশে ঈদ উদযাপন করছে। যা দেশের সর্বস্তরের মানুষের জন্য অত্যন্ত আনন্দের, শান্তির ও স্বস্তির। এমন একটি স্বস্তিকর ও আনন্দদায়ক দিনের জন্য আমরা লড়াই করেছি। দেশের মানুষ অপেক্ষায় ছিল। বিগত দিনে বিএনপির নেতাকর্মীরা হামলা-মামলা ও গ্রেফতার আতংকে পরিবারের সাথে ঈদ করতে পারেনি। অনেককে জেলে ঈদ করতে হয়েছে। ফ্যাসিস্ট ও জুলুমবাজ সরকার বিদায় নিয়েছে, এখন জনগণের প্রত্যাশা সঠিক সময়ে যেন নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচিত প্রতিনিধি ও সরকারের মাধ্যমেই জনগণের আকাঙ্খা বাস্তবায়িত হবে। দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসবে।
ওয়ার্ড বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাজী ইলিয়াছ শেকুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি নাজিম উদ্দিন আহমেদ, সাবেক মৎস্য বিষয়ক সম্পাদক মো. বকতেয়ার, সাবেক আপ্যায়ন বিষয়ক সম্পাদক আব্দুল আজিজ, সদস্য নুরুল আলম, মঞ্জুর আলম মঞ্জু, চান্দগাঁও থানা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন ভুইয়া, ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর মুহাম্মদ হাসান লিটন, বিএনপি নেতা হাজী আইয়ুব, আকতার হোসেন, আজমান বিএনপির সভাপতি শাহিনুর শাহীন, মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি ম. হামিদ, থানা যুবদলের সাবেক আহবায়ক গোলজার হোসেন, প্রবাসী বিএনপি নেতা দাউদ সোবাহানী, সিরাজুল ইসলাম, বক্তব্য রাখেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সম্পাদক আবু বক্কর রাজু, ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নুরনবী ও মহানগর যুবদলের কর্মসংস্থান সম্পাদক সাইদুল ইসলাম।
বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা,এপ্রিল ০৫, ২০২৫
এমআই/টিসি