ঢাকা, শনিবার, ২২ চৈত্র ১৪৩১, ০৫ এপ্রিল ২০২৫, ০৬ শাওয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৩ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২৫
বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন ...

চট্টগ্রাম: ফটিকছড়িতে বড় ভাইয়ের দায়ের কোপে আহত ছোট ভাই মো. মাসুম (৩৫) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছে। এ ঘটনায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে আছে তাদের মা জুলেখা খাতুন (৫৫)।

শুক্রবার (৪ এপ্রিল) রাতে নগরের বেসরকারি সিএসটিসি হাসপাতালে মাসুমের মৃত্যু হয়। তিনি ফটিকছড়ির পশ্চিম ভূজপুর গ্রামের বাসিন্দা।

ওই হাসপাতালের আইসিইউতে আছেন মা।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) সকালে ভুজপুর ইউনিয়নের ফকিরাবন এলাকার ভোলা মিয়ার বাড়িতে ছোট ভাই মাসুমকে দা দিয়ে কুপিয়ে জখম করে বড় ভাই মো. ইয়াছিন।  

ভূজপুর থানার ওসি মাহবুবুল হক সা বলেন, তুচ্ছ ঘটনা নিয়ে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হয়। এরপর এই ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই ইয়াছিন পলাতক।  

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২৫ 
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।