চট্টগ্রাম: মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেছেন, বৈশাখের উৎসবে ধর্ম বর্ণ, দল মত নির্বিশেষে আমরা একাকার হয়ে যাই। আমাদের প্রাণের উৎসব বৈশাখী মেলা।
‘মেলা পার্বণ আমাদের এ অঞ্চলের ঐতিহ্যবাহী সংস্কৃতি।
শুক্রবার (৪ এপ্রিল) সকালে নগরের দেওয়ান বাজার এলাকার হাফিজ পার্কে চেরাগী চক ক্যাফে আয়োজিত তিনদিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বাংলার প্রাচীন সংস্কৃতি বর্ষবরণ উৎসব এবং বৈশাখী মেলা গ্রামীণ জীবন ছাপিয়ে নাগরিক জীবনে ধর্ম-বর্ণ নির্বিশেষে সব শ্রেণি মানুষের মাঝে ছড়িয়ে পড়েছে। এ মেলা এখন জাতীয় বন্ধন উৎসবে পরিণত হয়েছে।
এই বৈশাখী মেলা রোববার (৬ এপ্রিল) পর্যন্ত চলবে।
মেলার আয়োজক এলিগ্যান্স আর্টের প্রধান ইশা ধর মনির সভাপতিত্বে উপস্থিত ছিলেন আয়োজক কমিটির সদস্য শোভন দাশ, পাপড়ি সিকদার, মৃত্তিকা সেনগুপ্তা, মুমু নাগ, বর্না তালুকদার, সাবেক ছাত্রনেতা মাঈনুদ্দিন খান রাজিব, কোতোয়ালি থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক আবু সালেহ আবিদ, মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক জাসেম চৌধুরী, চকবাজার থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য রাশেদুল ইসলাম রিপন, দেয়ানবাজার ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. রনি প্রমুখ।
বাংলাদেশ সময়: ১১৩৭ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২৫
পিডি/টিসি