ঢাকা, শনিবার, ২১ চৈত্র ১৪৩১, ০৫ এপ্রিল ২০২৫, ০৬ শাওয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

শিশুকে ধর্ষণচেষ্টা, আটক ১

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪০ ঘণ্টা, এপ্রিল ৪, ২০২৫
শিশুকে ধর্ষণচেষ্টা, আটক ১ ...

চট্টগ্রাম: ইপিজেড থানাধীন কলসী দিঘীর পাড় আলাউদ্দিন কলোনিতে ধর্ষণের চেষ্টার সময় স্থানীয় বাসিন্দা মো. রবিউলকে (৩৫) আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নিজ বসতঘরে ৪ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টা করে রবিউল।

সে ভোলা জেলার স্থায়ী বাসিন্দা ও আলাউদ্দিন কলোনিতে বসবাস করছিল। ভুক্তভোগী শিশুটি পাশের বশর ড্রাইভার কলোনির বাসিন্দা।

জানা গেছে, রবিউল সন্ধ্যায় ওই শিশুসহ ১০ বছরের আরেক শিশুকে বাসায় ডেকে নেয়। একজনকে টাকা দিয়ে সিগারেট কিনতে পাঠায়। এরপর ভুক্তভোগী শিশুকে ধর্ষণের চেষ্টা চালালে সে চিৎকার শুরু করে। প্রতিবেশীরা সেখানে গেলে রবিউল তাকে ছেড়ে দেয়। পরে রবিউলকে আটক করে পুলিশে খবর দেয়া হয়।  

ইপিজেড থানার ওসি মো. আখতারুজ্জামান বলেন, অভিযুক্ত রবিউলকে আটক করা হয়েছে। আলামত সংগ্রহ ও মামলা নথিভুক্ত করা হয়েছে। ওই শিশুকে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০২৫
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।