চট্টগ্রাম: শ্রীশ্রী বাসন্তী পূজা উপলক্ষে বোয়ালখালীর করলডেঙ্গা ইউনিয়নে অবস্থিত ঐতিহ্যবাহী দশভূজা আশ্রম প্রকাশ চণ্ডীতীর্থ মেধস আশ্রমে ৫ দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে দেবীর আমন্ত্রণ ও অধিবাস।
মেধস আশ্রম পরিচালনা পরিষদের প্রচার ও প্রকাশনা সম্পাদক নিপুল কুমার দে জানান, শনিবার (৫ এপ্রিল) দেবীর মহাঅষ্টমী পূজা, পুষ্পাঞ্জলি প্রদান, চণ্ডী পাঠ, ভোগরাগ, প্রসাদ বিতরণ, জাগরণ পুঁথি পাঠ, সন্ধি পূজা, সন্ধ্যায় মঙ্গলারতি, রোববার (৬ এপ্রিল) দেবীর মহানবমী পূজা, পুষ্পাঞ্জলি প্রদান, সোমবার (৭ এপ্রিল) বিজয়া দশমীর পূজা ও দর্পণ বিসর্জন, পুষ্পাঞ্জলি প্রদান ও প্রসাদ বিতরণ করা হবে।
মেধস আশ্রমের অধ্যক্ষ বুলবুলানন্দ মহারাজের সার্বিক দিকনির্দেশনায় মাঙ্গলিক অনুষ্ঠানে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন আশ্রম পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক স্বদেশ চক্রবর্তী ও সাধারণ সম্পাদক অমিত কুমার মজুমদার।
বাংলাদেশ সময়: ১০০০ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০২৫
এসি/টিসি