ঢাকা, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২, ০১ মে ২০২৫, ০৩ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সাউদার্ন ইউনিভার্সিটিতে বৃক্ষরোপণ কর্মসূচি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০৪, সেপ্টেম্বর ৭, ২০২৪
সাউদার্ন ইউনিভার্সিটিতে বৃক্ষরোপণ কর্মসূচি ...

চট্টগ্রাম: সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ ও রোটারী ক্লাব অফ আগ্রাবাদ এর যৌথ উদ্যোগে স্থায়ী ক্যাম্পাস বায়েজিদ আরেফিন নগরে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) ফলদ, বনজ গাছের চারা রোপণ করে কর্মসূচির শুভ উদ্বোধন করেন উপাচার্য (ভারপ্রাপ্ত) ড. শরীফ আশরাফউজ্জামান।

 

এসময় ইউনিভার্সিটির উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. ইসরাত জাহান, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এ এফ এম মোদাচ্ছের আলী, রোটারী ক্লাব অফ আগ্রাবাদ এর প্রেসিডেন্ট ডা. পি.বি সাহা, প্রদীপ কুমার দত্ত (পিপি), রোটারিয়ান মো. ইসমাইল, রোটারেক্ট ক্লাব অফ আগ্রাবাদ এর ট্রেজারার আরমান হোসেন সজীব, কমিউনিটি সার্ভিস ডিরেক্টর নাসিমুল আনোয়ার মেহেরাজ, রোটারেক্ট ক্লাব অফ চিটাগং পোর্ট সিটির প্রেসিডেন্ট মাহবুবুর রহমান শোভন ও আসমা আনিকা আজাদী (প্রেসিডেন্ট ইলেক্ট) উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০২৪
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।