চট্টগ্রাম: নগরের বাকলিয়া থানার এক্সেস রোড বাকলিয়া অংশ সংলগ্ন আহাদ কনভেনশন হলের পাশে ঝুট ও ভাঙারির গুদামে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের চারটি স্টেশনের ৯টি ইউনিট।
শুক্রবার (১৫ আগস্ট) দিবাগত রাত পৌনে ২টার দিকে আগুনের সূত্রপাত ঘটে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।
ভোর ছয়টার দিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম বিভাগের সহকারী পরিচালক মো.আনোয়ার হোসেন বাংলানিউজকে বলেন, রাত ২টার দিকে ঝুট ও ভাঙারির গুদামে আগুন লাগার খবর আসে আমাদের কাছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চন্দনপুরা, কালুরঘাট, লামা বাজার ও আগ্রাবাদ স্টেশনের মোট ৯টি ইউনিট কাজ করে। প্রায় দুই ঘণ্টা ৪৫ মিনিট চেষ্টার পরে শনিবার (১৬ আগস্ট) ভোর ৪টা ৪৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে কোন হতাহতের খবর পাওয়া যায়নি, কোনো নিখোঁজের খবরও নেই। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিরূপণ করা যায়নি। ফায়ার সার্ভিসের কাজ চলমান রয়েছে।
এদিকে ঝুট ও ভাঙারির গুদামের আগুনের ধোঁয়া প্রায় দুই কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে গেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
এমআই/টিসি