ঢাকা, শনিবার, ১ ভাদ্র ১৪৩২, ১৬ আগস্ট ২০২৫, ২১ সফর ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

সাউদার্ন ইউনিভার্সিটি-রেডিসন ব্লু’র এমওইউ স্বাক্ষর

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩৭, আগস্ট ১৬, ২০২৫
সাউদার্ন ইউনিভার্সিটি-রেডিসন ব্লু’র এমওইউ স্বাক্ষর ...

চট্টগ্রাম: পারস্পরিক সম্পর্ক উন্নয়ন ও শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে সহযোগিতার লক্ষ্যে চট্টগ্রামের প্রথম পাঁচতারকা হোটেল রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ’র সাথে সমঝোতা স্মারক (মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং (এমওইউ) স্বাক্ষর করেছে সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ।  

বৃহস্পতিবার (১৪ আগস্ট) হোটেলের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে চুক্তিপত্রে স্বাক্ষর করেন সাউদার্ন ইউনিভার্সিটির রেজিস্ট্রার এ এফ এম মোদাচ্ছের আলী ও ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান ড. মো. সিরাজুল ইসলাম এবং রেডিসন ব্লু এর পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন সিইও ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আলী (অব.) ও সহকারী পরিচালক (এইচআর) মেজর (অব.) লোকমান হাকিম।

এসময় সাউদার্ন ইউনিভার্সিটির শিক্ষকসহ রেডিসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।

সাউদার্ন ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন অনুষদের অন্তর্গত হোটেল অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট বিভাগ ও রেডিসন ব্লু যৌথভাবে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করে।

সমঝোতা স্মারকে স্বাক্ষরের ফলে সাউদার্ন ইউনিভার্সিটির হোটেল অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট’র শিক্ষার্থীরা রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউতে ৬ মাসের ইন্টার্নশিপে যোগ দিয়ে হাতে-কলমে শেখা ও স্টাডি ট্যুর করার সুযোগ পাবেন।

ইন্টার্নশিপে পাঁচতারকা হোটেলে প্রতিদিনের কাজকর্ম পর্যবেক্ষণের মাধ্যমে বাস্তব অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি এ প্রতিষ্ঠানে চাকরির ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন সাউদার্ন শিক্ষার্থীরা। ইন্টার্নশিপ প্রোগ্রাম সফলভাবে শেষ করার পর ইন্টার্ন শিক্ষার্থীদের সনদ প্রদান করবে হোটেল কর্তৃপক্ষ। এছাড়াও রেডিসনের বিভিন্ন বিভাগের প্রধানরা অতিথি শিক্ষক হিসেবে তাত্ত্বিক ও ব্যবহারিক ক্লাসে অংশ নিয়ে কর্মক্ষেত্রের নিজেদের অর্জিত অভিজ্ঞতা শিক্ষার্থীদের সাথে শেয়ার করবেন।  

প্রশিক্ষণ, কর্মশালাসহ সম্ভাব্য পর্যটন শিল্পের গবেষণা ও উন্নয়ন কাজে সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ এবং রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ একসাথে কাজ করবে।

এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।