চট্টগ্রাম: চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউ) সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে ‘নেক্সট জেনারেশন অফ রোবোটিক্স’ শীর্ষক বিশেষ সেমিনার।
স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর অন্তর্গত সিআইইউ রোবোটিক্স ক্লাবের উদ্যোগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত সেমিনারে রোবোটিক্স প্রযুক্তির সাম্প্রতিক অগ্রগতি, ভবিষ্যৎ সম্ভাবনা এবং এর চ্যালেঞ্জ নিয়ে বিশদ আলোচনা হয়।
সেমিনারে প্রধান বক্তা ছিলেন সিআইইউ’র ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. আসিফ ইকবাল। তিনি রোবোটিক্স প্রযুক্তির বিবর্তন, বিভিন্ন শিল্পে এর প্রভাব এবং মানবজীবনে সম্ভাব্য পরিবর্তন নিয়ে আলোকপাত করেন।
ইঞ্জিনিয়ারিং অনুষদের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস নেহা’র উপস্থাপনায় আলোচনায় অংশগ্রহণ করেন ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ড. রুবেল সেন গুপ্ত এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ড. মো. সাজ্জাতুল ইসলাম।
তাঁরা রোবোটিক্সের আন্তঃবিভাগীয় প্রকৃতির ওপর গুরুত্বারোপ করেন এবং হাতে-কলমে শিক্ষা, সমস্যা সমাধানের দক্ষতা ও টিমওয়ার্কের প্রয়োজনীয়তা তুলে ধরেন-যা বর্তমান ও ভবিষ্যতের কৃত্রিম বুদ্ধিমত্তা এবং অটোমেশনভিত্তিক কাজের জগতে সফল হতে অপরিহার্য। এসময় ইঞ্জিনিয়ারিং অনুষদের শিক্ষক- শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। তারা প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করে রোবোটিক্সের প্রতি তাদের আগ্রহ ও উৎসাহ প্রকাশ করেন।
এই অনুষ্ঠানটি ২০২৫-২০২৬ সালের জন্য গঠিত সিআইইউ রোবোটিক্স ক্লাব কমিটির আনুষ্ঠানিক পরিচিতির পাশাপাশি বিদায়ী নির্বাহী কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও বিদায় জানানো হয়। সেইসাথে বিদায়ী কমিটির নিষ্ঠা ও অবদানের স্বীকৃতিস্বরূপ ক্রেস্ট প্রদান করা হয়।
ইঞ্জিনিয়ারিং অনুষদের ফ্যাকাল্টি সহযোগী অধ্যাপক ড. রুবেল সেন গুপ্ত, সহযোগী অধ্যাপক ড. মো. সাজ্জাতুল ইসলাম, সহকারি অধ্যাপক আতিকুর রহমান, প্রভাষক হাবিবুর রহমান, প্রভাষক সামিয়া মুনতাহা, প্রভাষক আয়মান ইক্তিদার, ক্লাবের সদস্যবৃন্দ ও কর্মকর্তা কর্মচারীদের ধারাবাহিক সহযোগিতা ও অসামান্য অবদানের জন্য বিশেষভাবে কৃতজ্ঞতা জানানো হয়।
ক্লাবের নতুন কমিটির প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট ও ট্রেজারার হিসেবে মনোনীত হন ফাহমিদা তাহসিন, আবু মোসাইদ ইবনে মুসা আলিফ, মালিহা নুর বুসরা।
এসি/টিসি