চট্টগ্রাম: সীতাকুণ্ডে জাহাজের বিভিন্ন সামগ্রীর তিনটি দোকান আগুনে পুড়ে গেছে।
শুক্রবার (১৫ আগস্ট) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে চেয়ারম্যানঘাটা এলাকার শিবলী মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
মার্কেটের মালিক উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি কুতুব উদ্দিন। ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মালিক মো. জয়নাল আবেদীন ও খোকন।
কুমিরা ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা আল মামুন বলেন, যানজটের কারণে ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হয়। রাত ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তসাপেক্ষে জানা যাবে।
এসি/টিসি