ঢাকা, রবিবার, ১ ভাদ্র ১৪৩২, ১৭ আগস্ট ২০২৫, ২২ সফর ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

রেলওয়ে নিরাপত্তা বাহিনীর তিন পদে রদবদল

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৩২, সেপ্টেম্বর ৪, ২০২৪
রেলওয়ে নিরাপত্তা বাহিনীর তিন পদে রদবদল ...

চট্টগ্রাম: নানা অভিযোগের পর রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) গুরুত্বপূর্ণ তিনটি পদে রদবদল করা হয়েছে।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রেলওয়ে উপপরিচালক মো. আবরার হোসেনের সই করা এক চিঠিতে এ বদলির আদেশ দেওয়া হয়।

আদেশে চট্টগ্রাম আরএনবির কমান্ড্যান্টের দায়িত্বে থাকা মো. রেজওয়ান উর রহমানকে পাকশীতে, পাকশী আরএনবির দায়িত্বে থাকা মো. শফিকুল ইসলামকে ঢাকায় এবং ঢাকা আরএনবির কমান্ড্যান্টের দায়িত্বে থাকা মো. শহীদ উল্লাহকে চট্টগ্রামে বদলি করা হয়েছে।

‘জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে’ বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

 

বাহিনীর অভ্যন্তরে র‌্যাঙ্ক বাণিজ্যসহ নানা অনিয়মের অভিযোগের সম্প্রতি বিক্ষোভ করেছেন রেলওয়ে পূর্বাঞ্চল এবং পশ্চিমের আরএনবি সদস্যরা।

এর আগে ২৭ আগস্ট রেল ভবনের এক আদেশে চট্টগ্রাম রেল (পূর্ব) চিফ কমান্ড্যান্ট মো. জহিরুলের ইসলামকে রাজশাহীতে এবং রাজশাহীর আরএনবি চিফ কমান্ড্যান্ট আশাবুল ইসলামকে চট্টগ্রামে বদলি করা হয়। কিন্তু গেল চারদিনেও পদ ছাড়েননি চিফ কমান্ড্যান্ট।

বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০২৪ 
বিই/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।