ঢাকা, শুক্রবার, ২৮ ভাদ্র ১৪৩২, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১৯ রবিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

ফটিকছড়িতে আগুনে পুড়ে যুবকের মৃত্যু 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩৮, মে ১৬, ২০২৪
ফটিকছড়িতে আগুনে পুড়ে যুবকের মৃত্যু  ...

চট্টগ্রাম: ফটিকছড়ি উপজেলায় নানুপুর ইউনিয়নে আগুনে পুড়ে আলী হোসেন (৪৫) নামে  এক যুবকের মৃত্যু হয়েছে।  

বৃহস্পতিবার (১৬ মে) বিকেল সোয়া ৫টার দিকে মাইজভাণ্ডার এলাকায় এই ঘটনা ঘটে।

আলী হোসেন, মুন্সিগঞ্জ জেলার রানীগাঁও ইউনিয়নের বারহাট্ট এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘদিন যাবৎ মাইজভাণ্ডার এলাকায় থাকতেন।

ফটিকছড়ির ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ডলার ত্রিপুরা বাংলানিউজকে বলেন, বৃহস্পতিবার বিকেল সোয়া পাঁচটার দিকে সৈয়দ নাজিম উদ্দিনের ঘরে আগুন লাগে। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি আরও বলেন, আলী হোসেন বাঁচার জন্য দ্বিতীয় তলা থেকে নিচে লাফ দিলে টিনের উপর পড়ে। সেখান থেকে আগুনের মধ্যে পড়ে যায়। এসময় আগুনে দগ্ধ হয়ে আলী হোসেনের মৃত্যু হয়। মরদেহটি উদ্ধার করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ২১৩৩ ঘণ্টা, মে ১৬, ২০২৪
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।