ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

গোমদণ্ডী পাইলট স্কুলের শিক্ষানুরাগী সদস্য সাংবাদিক নাজিম উদ্দিন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০৮, মার্চ ১৭, ২০২৪
গোমদণ্ডী পাইলট স্কুলের শিক্ষানুরাগী সদস্য সাংবাদিক নাজিম উদ্দিন ...

চট্টগ্রাম: বোয়ালখালী পৌর সদরের গোমদণ্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষানুরাগী সদস্য নির্বাচিত হয়েছেন সাংবাদিক মুহাম্মদ নাজিম উদ্দিন।

গতকাল শনিবার (১৬ মার্চ) অনুষ্ঠিত নব নির্বাচিত বিদ্যালয় পরিচালনা কমিটির প্রথম সভায় তাকে শিক্ষানুরাগী সদস্য নির্বাচিত করা হয়।

পরিচালনা কমিটির সভাপতি রেজাউল করিম বাবুলের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মো.খসরু পারভেজের সঞ্চালনায় এই সভায় বক্তব্য রাখেন, সিনিয়র শিক্ষক সাংবাদিক এসএম মনজুর আলম, সাংবাদিক সিরাজুল ইসলাম, শিক্ষক বিপ্লব সরকার, দিল আফরোজা পারভীন, অভিভাবক সদস্য মোহাম্মদ আবুল আজাদ, কাউন্সিলর মো.ইসমাইল হোসেন আবু, মো. কফিল উদ্দিন ও নিলু আক্তার।

চট্টগ্রাম প্রেস ক্লাব সদস্য সাংবাদিক মুহাম্মদ নাজিম উদ্দিন পশ্চিম গোমদণ্ডী বহদ্দারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি।

তিনি দৈনিক পূর্বকোণ পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসেবে দীর্ঘদিন ধরে কর্মরত রয়েছেন।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, মার্চ ১৭, ২০২৪
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।