ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

মীরসরাইয়ে অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১৩, মার্চ ১৬, ২০২৪
মীরসরাইয়ে অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার  ...

চট্টগ্রাম: মীরসরাইয়ে ডাকাতি প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৫ ডাকাতকে দেশিয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৫ মার্চ) দিবাগত রাতে উপজেলার ১৫ নম্বর ওয়াহেদপুর কমর আলী রাস্তার মাথা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে মীরসরাই থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো- নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানার চর এলাহি এলাকার আবু সিদ্দিকের ছেলে মো. খোকন (২৮), মৃত জামাল মিয়ার ছেলে মোস্তফা প্রকাশ চৌধুরী (৩৫), সন্দ্বীপ থানার মুছাপুর এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে সুমন মিয়া (৩৩), বরিশালের বাবুগঞ্জ থানার মৃত আলতাফ আরী ছেলে রাসেল হোসেন (৩৩) ও কুমিল্লার নাঙ্গলকোট থানার মো. মোস্তফার ছেলে মনসুর আলম (৩৬)।

মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে উপজেলার বড় দারোগাহাট এলাকা থেকে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এ সময় তাদের কাছ থেকে দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়।  

তিনি জানান, এই চক্রটি দীর্ঘদিন ধরে গাড়ির যাত্রীদের জিম্মি করে ডাকাতি করে আসছিল। তাদের কিরুদ্ধে থানায় মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, মার্চ ১৬, ২০২৪
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।