ঢাকা, বুধবার, ২৬ ভাদ্র ১৪৩২, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৭ রবিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

পিকআপের ধাক্কায় প্রাণ গেল যুবকের 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২৮, মার্চ ১৪, ২০২৪
পিকআপের ধাক্কায় প্রাণ গেল যুবকের  প্রতীকী ছবি

চট্টগ্রাম: সীতাকুণ্ডে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত হয়েছে মো. ইয়াছিন আলী মুন্না (২২) নামে এক যুবক। ইয়াসিন মোটরসাইকেল মেরামত করতে গ্যারেজে নিয়ে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে বলে জানান স্থানীয়রা।

বৃহস্পতিবার (১৪ মার্চ) দুপুর ১১টার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বার আউলিয়ার ফুলতলা এলাকায় মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহত মুন্না কুমিরা ইউনিয়নের নিউ রাজাপুর গ্রামের সৈয়দ সেরাং বাড়ির মোহাম্মদ আলীর ছেলে।

আউলিয়া হাইওয়ে থানার ওসি খোকন চন্দ্র ঘোষ বাংলানিউজকে বলেন, পিকআপের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী গুরুত্বর আহত হন। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে। গাড়ি দুইটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, মার্চ ১৪, ২০২৪ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।